1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাবনায় এনজিও প্রতিনিধির সাথে শিমুল বিশ্বাস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  নতুন মিডিয়া প্রকাশের আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখার বর্ণি ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ঈদ পূর্ণমিলনী সম্পন্ন সন্ধান দাতাকে ১০০০০০/-এক লক্ষ টাকার অধিক পুরস্কার দেওয়া হবে টাঙ্গাইলের কালিহাতীতে যোগারচরের গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু কমলগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন আটক যে তথ্যর ভিত্তিতে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় ময়মনসিংহ চোরখাই সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন ও আহত ৫ জন গোরস্থান উন্নয়ন কল্পে যুব সমাজের সাথে আলোচনা  গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি আজ থেকে জয়া বাংলা বলবো

ঈদগাঁওতে অগ্নিকাণ্ড অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি 

জাওয়ান উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

জাওয়ান উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি 

কক্সবাজারের ঈদগাঁওতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২১ টি বাসা বাড়ি ও ৮/১০ টি দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। পহেলা মার্চ গভীর রাতে বাজারের মাছ বাজার ও সংলগ্ন কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে।

সরেজমিন পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাপী চলেছে এ অগ্নিকাণ্ড। নজরুল কলোনির একটি বাসার গ্যাস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান সংশ্লিষ্টরা। রাত সাড়ে তিনটার পর শুরু হলেও সকাল সাতটার দিকে নিয়ন্ত্রণে আসে অগ্নি। অগ্নির লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি রমিজের মোটর বাইক, জীবন্ত নারীকেল, নিম ও বড়ই গাছও। পুড়ে গেছে বিপুল সংখ্যক ব্রয়লার মুরগি, তরি- তরকারি, কাঁচা ও শুকনো মাছ রাখার নানা যন্ত্রপাতি। যেগুলো পবিত্র মাহে রামাদান উপলক্ষে মজুদ করা হয়েছিল। উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় এবং বাজারে নিত্য যানজট হওয়ায় অগ্নিকাণ্ডের ভয়াবহতা অনেক বেশি ছিল।

পুড়ে যাওয়া নজরুল কলোনির মালিক নজরুল ইসলাম জানান, তার কলোনিতে একটি অফিস ঘর সহ ১০ টি বাসা বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তার পার্শ্ববর্তী রশিদ আহমদের মালিকানাধীন কলোনির ১১টি ভাড়া বাসাও পুড়ে যায়। সব মিলিয়ে তিনি ৩০ থেকে ৩৫ লাখ টাকা এতে ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানান। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসনের তাৎক্ষণিক সহযোগিতা দাবি করেন।

মাছ বাজার ভাই ভাই একথা সমিতির সভাপতি শওকত আলম জানান, গভীর রাতে মোবাইলে লাইভে অগ্নিকাণ্ড দেখে তিনি দ্রুত মাছ বাজারে আসেন। উপস্থিত লোকদের নিয়ে ড্রেনের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। শত চেষ্টা করেও মাছ বাজারের পশ্চিমাংশ তারা রক্ষা করতে পারেননি।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডে বৈদ্যুতিক মিটার, ভালব, ব্যারেল, আইপিএস, বাস্কেট, ককসীট, চেয়ার, টুল, তক্তা ও গাছ পুড়ে অঙ্গার হয়ে গেছে।

মুরগি দোকানদার জাহাঙ্গীর আলম জানান, দেশি, সোনালী, লাল ও ব্রয়লার মুরগী মিলে তার দোকানের ছয়শ মুরগি পড়ে গেছে। জীবন্ত অনেক মুরগি লুটপাট হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে মুরগি, শুটকি, কাঁচা মাছ, তরকারি, মুদি ও মাছ কাটার দোকান ছিল।

ভুক্তভোগী দোকানদারদের মধ্যে ইসলাম, রমিজ, মৃদুল, রূপয়, সুজন, সুমন ও দিল মোহাম্মদ প্রমুখ রয়েছেন।

ক্ষতিগ্রস্ত দোকানী আবু তাহের জানান, রমজান উপলক্ষে ভাড়া বাসায় রাখা ২০-২৫ হাজার টাকার কোমল পানীয় সহ বাসার সবকিছু পুড়ে গেছে।

ফিস কাটার সুজন দাস জানান, দোকানের চাল পুড়ে যাওয়ায় পাঁচ /ছয় হাজার টাকার ক্ষতি হয়েছে।

মাছ কাটা শ্রমিক সুমন দাসও তার দোকানের জিনিসপত্র পুড়ে গেছে বলে জানায়।

তবে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান পুনঃনির্মাণের চেষ্টা চালাচ্ছিল।

তরকারি দোকানদার জয়নাল, শাহজাহান ও ইউসুপ (বাপ্পি) অগ্নিকান্ডে তাদের কাঁচামাল মাল পুড়ে যায় বলে জানায়।

সকাল ৯ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ও বাজার সভাপতি ক্ষতিগ্রস্ত এলাকায় উপস্থিত হন।

অন্যদিকে অগ্নিকাণ্ডের পরপরই জালালাবাদ চেয়ারম্যান ও ১ নম্বর ওয়ার্ডের মেম্বার স্থানীয়দের সহায়তায় অগ্নি নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট