নাজমুল হুদা, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা দুইটি আবাসিক হল ও বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
শুক্রবার (২৮শে ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের তিন স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যা আজ সিন্ডিকেট সভায় গৃহীত হয়।
সিন্ডিকেটে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিদ্রোহী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে শিউলিমালা হল এবং বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করে জুলাই-২৪ স্কয়ার করা হয়েছে।