সংকর চন্দ্র সরকার , নেত্রকোণা জেলা প্রতিনিধি
নেত্রকোণায় ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম, অব্যবস্থাপনা ও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
শনিবার বেলা ১১টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাওর বাঁচাও আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন হয়৷ এতে হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি মোঃ অহিদুর রহমানের সভাপতিত্বে ও পরিচালনা করেন প্রভাষক সুমন আহমেদ। মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক অলি উল্লাহ, জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল আলম জামাল, বাংলাদেশ প্রেসক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি, সাংবাদিক শামীম তালুকদার, এডভোকেট জহিরুল ইসলাম রানা, জেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ শাহিন,শামছুদ্দোহা ফরিদ, সাংবাদিক মহিউদ্দিন তালুকদার , কাজী শফিউল আলম জুয়েল প্রমুখ।
এসময় বাঁধ সংস্কার কাজে অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগ এনে বক্তারা বলেন, প্রতিবারের ন্যায় এবারও পর্যাপ্ত বরাদ্দ দেয়া হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। ফলে আগাম বন্যায় ফসলহানীর সম্ভাবনা রয়েছে যা কৃষকদের জন্য হতাশাজনক। তাই অতিদ্রুত যথাযথ ভাবে বাঁধ সংস্কার কাজ সম্পন্ন করার দাবি জানান তারা।