1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুখে কালো কাপড় বেঁধে ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ওয়ার্ল্ড স্টপস ফর গাজা বিক্ষোভ মিছিল থেকে রেস্টুরেন্ট ভাঙচুর বাঘায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তারা উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কে অবাঞ্চিত ঘোষণা গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কালিহাতীতে উপজেলা ছাএদলের বিক্ষোভ মিছিল দীঘিনালায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাথে কেসিসি প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মানবাধিকার ফোরামের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে চোর সন্দেহে ভ্যানচালককে গাছে বেঁধে মারপিট, হাসপাতালে ভর্তি।

মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা রায়নগর ইউনিয়নের করতকোলা গ্রামে চোর সন্দেহে তুলে নিয়ে গিয়ে এক অসহায় অটোভ্যান চালককে গাছে বেঁধে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। তাকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। তার অবস্থা আশংকাজনক। আহত ভ্যান চালকের নাম কাবেজুল ইসলাম। সে একই এলাকার মৃত তোতা মিয়ার পুত্র। সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, করতকোলা গ্রামের আলহাজ্ব জব্বার উদ্দিন প্রামাণিকের পুত্র ইসমাইল হোসেন (২৩)। সে বাড়ীর অদূরে তাদের জমিতে কলা চাষ করেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের জমি থেকে কে বা কারা কিছু কলা চুরি করে নিয়ে যায়। আর এতে তারা প্রতিবেশী অটোভ্যান চালক কাবেজুল ইসলামকে সন্দেহ করে। পরের দিন শুক্রবার (২৮ফেব্রুয়ারি) সকাল ১১টায় একই গ্রামের এক কৃষক কাবেজুলের অটোভ্যান ভাড়া নিয়ে মহাস্থান হাটে আলু বিক্রির জন্য রওনা দেন। আলু নিয়ে কাবেজুল ইসলাম চন্দিহারা বন্দরে পৌঁছিলে জব্বারের পুত্র ইসমাইল মিয়া (২৩) ও আফজাল হোসেনের পুত্র জিনারুল ইসলাম (৪০) সহ বেশকিছু ভাড়াটে সন্ত্রাসী অটোভ্যান চালক কাবেজুল ইসলামের গতিরোধ করে তাকে চান্দিহারা বন্দর থেকে তুলে নিয়ে যায়। সেখান থেকে তাকে তুলে এনে জব্বাবের পুত্র ইসমাইল গাছে বেঁধে বেধড়ক মারপিট করেন সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। কলা চুরির অপবাধে নিরীহ অসহায় অটোভ্যান চালক কাবেজুল ইসলামকে মধ্যযোগীয় কায়দায় তারা মারধর করেন। এতেও কাবেজুল ইসলাম চুরির কথা শিকার না করায় তারা তাকে বৈদ্যুতিক সর্ট দেয়। খবর পেয়ে কাবেজুল ইসলামকে উদ্ধার করতে তার স্ত্রী কোহিনূর বেগম (৩৫) ও ছেলে কাইয়ুম ইসলাম ঘটনাস্থলে গেলে উল্লেখ্য ব্যক্তিরা তাদেরকেও মারপিট করে জখম করেন। বিষয়টি কাবেজুল ইসলামের গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা জব্বারের বাড়িতে এসে অটোচালক কাবেজুল ইসলামকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময় জব্বার গং এলাকাবাসীর তোপের মুখে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

স্থানীয় এলাকাবাসী বলেন, কাবেজুল এমন একজন মানুষ তার হাড়িতে চাল না থাকলেও সে চুরি তো দূরের কথা অন্যায় ভাবে কারো জিনিসপত্রে হাত দেয় না। তাকে হত্যার উদ্দেশ্যে যেভাবে মারা হয়েছে এটি কোন মানুষের কাজ নয়। অমানুষিক ছাড়া কেউ এহেন জঘন্যতম কাজ করতে পারে না।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্তদের দ্রুত বিচার দাবি করেছেন।

এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জন শাহীন বলেন, খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। মামলার জন্য ভিকটিম পরিবারের সদস্যরা থানায় এসেছে। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট