রাশেদ হোসাইন
নাঙ্গলকোট উপজেলা জোড্ডা পশ্চিম ইউনিয়নে মান্দ্রা-আশিরপাড়-দুয়ারিয়া চৌরাস্তা অবস্থিত বর্ণমালার আইডিয়াল স্কুল এর আয়োজন গত ২৭ ফেব্রুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণমালার আইডিয়াল স্কুল প্রধান শিক্ষক আব্দুর রহমান মিঞা, সভাপতিত্বে ও পরিচালক ইসমাইল স্যার ও কুলছুম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব,মোঃ ইউনুস।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জোড্ডা পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব,কেফায়েত উল্লাহ। জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব,ডা: শাহজাহান মজুমদার। চাটিতলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব,সাইদুল হক। বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব,গোলাপ হোসেন,জোড্ডা পশ্চিম ইউনিয়ন যুবনেতা জনাব,জাকের হোসেন আমিন।উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব,আফাজ উদ্দিন সোহেল -কুমিল্লা লালমাই রুপালি ব্যাংক প্রিন্সিপাল অফিসার জনাব,আহসান উল্লাহ মজুমদার।
নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের প্রভাষক জনাব মুনছুর আহম্মেদ।
মান্দ্রা মর্ডান কিন্ডার গার্ডেন প্রধান শিক্ষক মোসাঃ রেহানা আক্তার রিদন। উত্তর শাকতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব,আবুল কালাম আজাদ।বক্সগন্জ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী জনাব,নাজমুল হক মিঠু। নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক প্রত্যাশি জনাব,শহিদুল ইসলাম।আই আর টিভি নিউজ বাংলা চেয়ারম্যান,জনাব,রাশেদ হোসাইন।
নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রী কলেজ আহ্বায়ক প্রত্যাশি জনাব,নরুননবী।
বর্ণমালার আইডিয়াল স্কুল সম্মানিত সভাপতি জনাব,এয়াকুব মজুমদার (সবুজ)
বর্ণমালার আইডিয়াল স্কুল সহ-সভাপতি জনাব,মাস্টার সাফায়েত মজুমদার ও জনাব,ওমর ফারুক (পলাশ),বর্ণমালার আইডিয়ার স্কুল শিক্ষক,মাস্টার ইসমাইল হোসেন রোমন,মাস্টার মহিব উল্লাহ মজুমদার, মাস্টার,ইয়াকুব হোসেন, মাস্টার সবুজ হোসেন মাস্টার জহিরুল ইসলাম,মাস্টার সামিরা আক্তার, মাস্টার জান্নাত আক্তার,মাস্টার সুমাইয়া আক্তার, মাস্টার ইস্রাফিল হোসেন
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ ইউনুস মহোদয় বলেন,বর্ণমালার আইডিয়াল স্কুলের শিক্ষার মান কে গতিশীল করতে সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন
বিশেষ অতিথি ডা:শাহজাহান মজুমদার –প্রধান অতিথির উদ্দেশ্য করে বলেন,উপজেলা ভিত্তিক কোন প্রকারের প্রাইভেট প্রতিষ্ঠান জন্য বরাদ্দ থাকলে তা যে যেন উক্ত প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ দেওয়া হয় তার জন্য বিশেষ আহ্বান। এবং ডা:শাহজাহান মজুমদার আরো বলেন –বিএনপি রাজনৈতিক ভাবে কোন প্রকার অনুদান আসলে তা প্রতিষ্ঠান দিবে বলে অঙ্গিকার করেন।অনুষ্ঠান শেষে আমন্ত্রিত সকল মেহমান বৃন্দ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন