মোঃ নুরে আলম ষ্টাফ রিপোর্টার
দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদ, রমজানের পবিত্রতা রক্ষার দাবি এবং মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বানারীপাড়া উপজেলা শাখা।
শুক্রবার আসরের নামাজ শেষ বানারীপাড়া বাজার বাইতুন নাজাত জামে মসজিদের সামনে থেকে স্বাগত মিছিল বের করে বন্দর বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বানারীপাড়া বাসস্ট্যান্ড গিয়ে সংক্ষিপ্ত পথসভা করা হয়।
পথসভায় উপজেলা আমির বলেন, রমজান আসলেই একদল ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়, এ ব্যাপারে প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান করে বন্দর ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, পবিত্র রমজানে রোজাদারদের খেদমতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখুন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, উপজেলা বাইতুল মাল সম্পাদক মাস্টার আবুল হোসেন, পৌর আমির কাওসার হোসাইন, পৌর সেক্রেটারি মোঃ ফয়জুল হক, উপজেলা যুব জামায়াতের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ আরিফুল ইসলাম সহ প্রমুখ।