1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদগাহ থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধার পাবনার ধর্ষণ মামলার আসামি মিলন ঢাকায় গ্রেফতার সাংবাদিকদের সাথে ফাগুয়া উৎসব নিয়ে মতবিনিময় সভা গাজায় বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের মানববন্ধন ও প্রতিবাদ, কালিহতী বীরবাসিন্দা ইউনিয়নে বিএনপি নেতা সোহেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন মা গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে পাহাড়ি জনগোষ্ঠীর নান্দাইল পেসক্লাবের সভাপতি তিন দিনের নেছাবে যোগদান শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১০ বসতঘর পুড়ে ছাই নতুন রোডের বেহাল অবস্থা ভোগান্তিতে রূপসদী ভেলানগরের হাজার হাজার মানুষ বিএনপি নেতা আসাদুজ্জামান সুজনের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানান এলাকাবাসী

গোপালগঞ্জ প্রেসক্লাবের ৪৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ

গোপালগঞ্জ প্রেসক্লাবের ৪৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী তিন বছরের জন্য মো. জুবায়ের হোসেন (দৈনিক কালবেলা ও বিজয় টিভি) সভাপতি এবং এস এম সাব্বির (ভারপ্রাপ্ত মহাসচিব) নির্বাচিত হয়েছেন।

কমিটি গঠনের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি মো. জুবায়ের হোসেন বলেন, “সংবাদপত্র ও সাংবাদিকদের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। প্রেসক্লাব হবে সাংবাদিকদের ন্যায়বিচার ও পেশাগত উন্নয়নের কেন্দ্রবিন্দু।”

ভারপ্রাপ্ত মহাসচিব এস এম সাব্বির বলেন, “সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যম কর্মীদের অধিকার প্রতিষ্ঠায় প্রেসক্লাব সবসময় সোচ্চার থাকবে। আমরা ঐক্যবদ্ধ থেকে সাংবাদিকদের কল্যাণে কাজ করবো।”

এ সময় নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরাও তাদের কর্মপরিকল্পনা নিয়ে মতামত ব্যক্ত করেন। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সমাজের সত্য প্রকাশে গোপালগঞ্জ প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:সহ-সভাপতি: বুলবুল আলম বুলু (দৈনিক জনাভূমি), মো. সেলিম রেজা (আনন্দ টিভি ও দৈনিক নয়াদিগন্ত), মিজানুর রহমান মানিক (দৈনিক আমার বার্তা ও দৈনিক আমাদের অর্থনীতি)।

যুগ্ম-মহাসচিব: জয়ন্ত শিরালী (সময় টিভি), আরিফুল হক আরিফ (মাই টিভি), আব্দুল্লাহ আল মামুন (আর টিভি)।

সাংগঠনিক সচিব: এস এম বদরুল আলম (দৈনিক ভোরের রানার), সহ-সাংগঠনিক সচিব ইমরুল কাদির সবুজ (দৈনিক কালান্তর)।

দপ্তর সচিব: পলাশ সিকদার (দৈনিক বাংলাদেশের খবর), অর্থ সচিব মো. হাচানুল বান্না (দৈনিক দেশ সংবাদ)।

প্রচার ও প্রকাশনা সচিব: সৈলেন্দ্রনাথ মজুমদার (দৈনিক গ্রামের কাগজ), তথ্য ও প্রযুক্তি সচিব শেখ জাবেরুল ইসলাম (দৈনিক আজকের পত্রিকা)।

সাহিত্য ও সাংস্কৃতিক সচিব: দুলাল চন্দ্র বিশ্বাস (দৈনিক প্রতিদিনের সংবাদ), ক্রীড়া সচিব মাসুদ পারভেজ (মোহনা টিভি)।

ধর্ম সচিব: এস কে এম মাহবুবুর রহমান (দৈনিক যুগকথা), সমাজকল্যাণ সচিব এম এম সাবেত আহম্মেদ (মাছরাঙা টিভি)।

পাঠাগার সচিব: সাজ্জাদ হোসেন (দৈনিক আমার সময়)।

নির্বাহী সদস্য: রবীন্দ্রনাথ অধিকারী (দৈনিক সংবাদ), সিকদার হুমায়ূন কবির (দৈনিক মুক্ত খবর), নীতিশ চন্দ্র বিশ্বাস (দৈনিক জনকণ্ঠ, এন টিভি), মাহবুব হোসেন সারমাত (এন টিভি), চৌধুরী হাসান মাহমুদ (এটিএন বাংলা), মো. কামরুল হাসান (দৈনিক সোনালী খবর), নূতন শেখ (দৈনিক প্রথম আলো), মেহেদী হাসান (বিটিভি), সৈয়দ অসিকুজ্জামান (দৈনিক অর্নিবাণ), এ জেড আমিনুজ্জামান রিপন (দৈনিক ভোরের বানী), শামীম আহম্মেদ (দৈনিক ঢাকা প্রতিদিন), মনির মোল্লা (দৈনিক নাগরিক ভাবনা), মো. মিল্টন খান (দৈনিক সমাচার), মো. রাজীব বিশ্বাস (দৈনিক বাঙ্গালী খবর), রণি আহম্মেদ (দৈনিক নয়াদিগন্ত), শেখ তৈয়াবুর রহমান রাসেল (দৈনিক দেশেরপত্র), মো. মিজু বিশ্বাস (দৈনিক আধুনিক বাংলা), আরমান খান জয় (দৈনিক যুগের সাথী), আজিজুর রহমান টিপু (এসএ টিভি), ফকির মিরাজ আলী শেখ (এশিয়ান টিভি), মো. শিহাব উদ্দিন মোল্লা (দৈনিক আলোকিত প্রতিদিন), মো. মারুফ মোল্লা (দৈনিক দেশকালের কাগজ), মনোয়ার হোসেন রাজু (দৈনিক মানবাধিকার), হেমন্ত বিশ্বাস (দৈনিক ভোরের পাতা), কাবিল মিয়া (দৈনিক লাল সবুজের দেশ), আল মামুন রানা (দৈনিক সোনালী কণ্ঠ), সচিবুর রহমান নিমাজ (দৈনিক খুলনা অঞ্চল), মুরাদ বিশ্বাস (দৈনিক টেকেরহাট), ইমাম হাসান বাপ্পী (দৈনিক বর্তমান খবর), পারভেজ লিপু (দৈনিক স্বাধীন মত)।

নতুন কমিটির নেতৃত্বে আগামী তিন বছর গোপালগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সুরক্ষা ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট