1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ :
পাবনায় এনজিও প্রতিনিধির সাথে শিমুল বিশ্বাস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  নতুন মিডিয়া প্রকাশের আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখার বর্ণি ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ঈদ পূর্ণমিলনী সম্পন্ন সন্ধান দাতাকে ১০০০০০/-এক লক্ষ টাকার অধিক পুরস্কার দেওয়া হবে টাঙ্গাইলের কালিহাতীতে যোগারচরের গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু কমলগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন আটক যে তথ্যর ভিত্তিতে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় ময়মনসিংহ চোরখাই সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন ও আহত ৫ জন গোরস্থান উন্নয়ন কল্পে যুব সমাজের সাথে আলোচনা  গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি আজ থেকে জয়া বাংলা বলবো

জামালপুরের আড়ইমারী: কৃষকের গ্রাম থেকে মাদকের ঘাঁটি

এ বি এম রব্বানী বাপ্পি | স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

একসময় পরিশ্রমী কৃষকদের গ্রাম হিসেবে পরিচিত জামালপুর জেলার ইসলামপুর উপজেলার আড়ইমারী এখন মাদক ব্যবসার প্রধান কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। ১০নং গাইবান্ধা ও ১১নংচরপুটিমারী ইউনিয়নের মাঝখানে অবস্থিত এই গ্রামে দিন দিন মাদকের ভয়াবহতা বাড়ছে। একসময়ের শান্তিপূর্ণ কৃষিপ্রধান এই জনপদে এখন ভয় ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, গ্রামে প্রকাশ্যে মাদক কেনাবেচা চললেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নেই বললেই চলে। মাঝে মাঝে অভিযান চালানো হলেও গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীরা অদৃশ্য শক্তির ইশারায় দ্রুত জামিনে মুক্তি পায় এবং আবারও একই কাজে জড়িয়ে পড়ে। ফলে মাদক ব্যবসা বন্ধ করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে।

গ্রামের একজন প্রবীণ বাসিন্দা বলেন, “আমরা মুখ খুলতে পারি না। যদি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু বলি, তাহলে রাতে আমাদের বাড়িতে মাদক রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার ভয় দেখায়।”

এই ভয়ংকর চক্রের কবলে পড়ে শুধু তরুণরাই নয়, অনেক নারী ও শিশুও মাদক বিক্রি ও ব্যবহারে জড়িয়ে পড়েছে। সহজলভ্য হওয়ায় কিশোর-কিশোরীদের মধ্যেও মাদকের ব্যবহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়দের দাবি, রাজনৈতিক ছত্রচ্ছায়া থাকায় মাদক ব্যবসায়ীরা সহজেই আইনের ফাঁক গলে বেরিয়ে আসে। যে দল ক্ষমতায় আসে, মাদক কারবারিরা সেই দলের নেতাদের ছায়ায় আশ্রয় নেয় এবং নিজেদের রক্ষা করে। একসময় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অভিযান থাকলেও, সরকারের পরিবর্তনের পর এখন তা প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে মাদক ব্যবসা আরও ভয়াবহ রূপ নিয়েছে।

গ্রামের সাধারণ মানুষের একটাই দাবি—প্রশাসনের কঠোর নজরদারি ও রাজনৈতিক প্রভাবমুক্ত অভিযানের মাধ্যমে আড়ইমারীকে আবারও মাদকমুক্ত করা হোক। তারা চান, এই গ্রাম তার পুরনো পরিচয়ে ফিরে যাক—একটি শান্তিপূর্ণ, কৃষিপ্রধান জনপদ হিসেবে।

স্থানীয় প্রশাসন ও সরকারের যথাযথ পদক্ষেপই পারে আড়ইমারীকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করে এলাকার যুবসমাজকে রক্ষা করতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট