লেখক সৈয়দ শিহাব উদ্দিন মিজান
দুর্বাঘাসে বসে জমিনের বুকে
আমি রেখেছি মাথা।
বেলা কখন গড়িয়েছে জানি না
বলেছি তারে সুখদুঃখের কথা ।
পাখির গান শুনি আর
কত গল্প করি।
মনের অজান্তে অচীন পাখির
হাত দুটি ধরি।
আঙুল দিয়ে দিয়ে দেখাই
ফড়িং এর আলিঙ্গন।
ভালোবাসায় ভরে আছে
তাঁর সৃষ্টি এই ভূবন ।
এমন সুন্দর দেশ আমি
কভু দেখি নাই।
জন্ম ভূমির বুকে আমি
বেহেস্তের ছোঁয়া পাই ।