ছোট্ট থেকে স্বপ্ন আমার
করব রাজনীতি,
সুখে দুঃখে থাকবো পাশে
করব উন্নতি।
বড় হয়ে যুক্ত হলাম
রাজনীতিতে ভাই,
সবার পাশে থাকবো হেসে
ওয়াদা করলাম তাই।
আল্লাহ আমার থাকুন পাশে
এই কামনাই করি,
জীবন যুদ্ধে হব জয়ী
ভয় নাহি করি।
সবার সেবায় সেবক হব
তাইতো মনের আশা,
আমার কথা আমার কাজে
ছড়াবো ভালোবাসা।