সৌন্দর্যের এক অপরূপ সম্ভার
শমসের নগর চা বাগান,
ভালো লাগে দেখতে সবার
এই প্রাকৃতিক যোগান।
গাছপালা পাখপাখালি
সুর তুলে সব,,
ভালোই লাগে দেখতে আমার
এদের কলরব।
সবুজ শ্যামল বৃক্ষমালা
সাথে চায়ের গাছ,
শ্রমিকেরা তুলছে পাতা
কেউ করছে নাচ।
বাগানের ভিতর দিয়ে
গেছে এক রাস্তা,,
সে রাস্তার পাশে সবাই
পড়তে বসে নাস্তা।
ক্যামেলিয়া লেইক আর
সেই গলফ মাঠ,,
এই বাগানে অবস্থিত
পাশেই বাজার।
প্রতিদিন পর্যটক
আসছে ভিড় করে,,
কেউ দেখছে ঘুরে
গাড়িতে চড়ে।
শমসেরনগরের ঐতিহ্য
এই চা বাগান,,
বহুদিনের ইতিহাস
সবার জান প্রাণ।
দীর্ঘমাইল জায়গা জুড়ে
বাগানটির অবস্থান,,
এটির জন্যই প্রতিদিন
বাড়ছে এলাকার মান।
দারোয়ানেরা গেইটে দাঁড়িয়ে
দিচ্ছে পাহারা,,
এতে করে বাড়ছে জীবন
কেউ যাচ্ছে না মারা।