হাফেজ মুহাম্মদ নাজিম ভোলা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন আছলামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার জোহর নামাজের পর পর আসলাম পুর আজহার উদ্দিন স্কুলের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চরফ্যাশন আসলাম পুর জামায়াতের আমীরে সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামী`র আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরফ্যাশন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি জনাব মাওঃ মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।
ইফতার মাহফিলে শিক্ষক, সমাজসেবক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন।