ছোট্ট থেকে স্বপ্ন মায়ের
খোকা বড় হবে,
আলেম হবে অনেক বড়
সম্মান দিবে সবে।
খোকা যে আমার মাদ্রাসায় যায়,
পাড়াপড়শি দেখতে পায়।
খোকা এখন বড় হল,
মায়ের স্বপ্নপূরণ হলো না
কিন্তু খোকা হলে রাজনীতিবিদ
তার ছিল অনেক জিদ।
মাজে স্বপ্ন দেখতে থাকলো
তারপরেও মা যে খোকাকে নিয়ে স্বপ্ন দেখে
খোকা করে সবার উপকার
মাজে তার অনেক খুশি,
তার ব্যবহারে ফোটে
মায়ের মুখে হাসি।