1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদ পুনর্মিলনী ও আব্দুদ দাইন সরকারের ৬৮ তম জন্মবার্ষিক উদযাপন হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার উস্তাদ জাকির হোসেন এর স্মরণে শ্রুতিঅঙ্গনের এয়োদশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মিলন জামায়াতের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ভোট কেন্দ্র ঈদগাহ থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধার পাবনার ধর্ষণ মামলার আসামি মিলন ঢাকায় গ্রেফতার সাংবাদিকদের সাথে ফাগুয়া উৎসব নিয়ে মতবিনিময় সভা গাজায় বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের মানববন্ধন ও প্রতিবাদ, কালিহতী বীরবাসিন্দা ইউনিয়নে বিএনপি নেতা সোহেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন মা গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে পাহাড়ি জনগোষ্ঠীর

পাটের ব্যবহার বাড়াতে পলিথিন বন্ধের চেষ্টা করছি: গোপালগঞ্জের ডিসি

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বর

জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভায় গোপালগঞ্জের জেলা প্রশাসক।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেছেন, দেশে ও বিদেশে পাটের প্রচুর চাহিদা রয়েছে। আমরা পাটের ব্যবহার বাড়ানোর জন্য ও পলিথিন বন্ধের জন্য চেষ্টা করে যাচ্ছি। এ চেষ্টাতে কিছু কিছু জায়গায় আমরা সফল হয়েছি আর কিছু কিছু জায়গায় কাজ করতে হবে।

 

তিনি বলেন, বিভিন্ন সময় আমরা পাটের ব্যবহার বাড়াতে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। মোবাইল কোর্টে পুরোপুরি বন্ধ করতে না পারলেও পলিথিন ব্যবহারে বাধা সৃষ্টি ও ভীতি তৈরী করা যাচ্ছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, লাভ এবং শাস্তি এ দু’টো থাকলে মানুষের মধ্যে কাজ করার প্রবণতা বাড়ে। আগামী বছর শ্রেষ্ঠ পাট ব্যবসায়ীকে পুরস্কৃত করা হবে। আমার দিবসগুলো নিয়ে যে আলোচনা করি দিবস শেষে তা ভুলে যাই।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, জেলা কৃষি বিপনন কর্মকর্তা আরিফুর রহমান, মূখ্য পাট পরিদর্শক আশরাফী জাহারিয়া প্রমূখ। উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, পাট ব্যবসায়ী, পাট চাষী, সংবাদ কর্মী ও অন্যান্য স্টেকহোল্ডারগন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট