1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
পাবনায় এনজিও প্রতিনিধির সাথে শিমুল বিশ্বাস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  নতুন মিডিয়া প্রকাশের আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখার বর্ণি ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ঈদ পূর্ণমিলনী সম্পন্ন সন্ধান দাতাকে ১০০০০০/-এক লক্ষ টাকার অধিক পুরস্কার দেওয়া হবে টাঙ্গাইলের কালিহাতীতে যোগারচরের গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু কমলগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন আটক যে তথ্যর ভিত্তিতে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় ময়মনসিংহ চোরখাই সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন ও আহত ৫ জন গোরস্থান উন্নয়ন কল্পে যুব সমাজের সাথে আলোচনা  গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি আজ থেকে জয়া বাংলা বলবো

মাল নিয়ে টেনশন নাই, বেচার চিন্তা করেন।সেলম্যানকে ভেজাল কোম্পানির মালিক, ফিরোজ

মেহেদী হাসান খোকা বরিশাল ব্যুরো প্রধান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

মেহেদী হাসান খোকা বরিশাল ব্যুরো প্রধান

কোম্পানির মালিক ফিরোজ নিজেই প্রস্তুতকারক, নামিদামি ব্রান্ডের নকল ট্যাং, ভেজাল নিয়ে টেনশন নাই মাল বেচার চিন্তা কর।সেলসম্যানকে পরামর্শ দিলেন খোদ মালিক নিজেই

ট্যাং আমরা কোমল পানীয় হিসেবে পান করি। চ্যাং সকলের কাছে জনপ্রিয় হওয়াতে এটা ভেজাল বা নকল হওয়ার সুযোগ থাকে বেশি।

আর সারাদিন রোজা রেখে এক গ্লাস ট্যাং ছাড়া রোজাদারদের চলে-ই না।

আর সেই সুযোগকে কাজে লাগিয়ে আসাদু নকল কোম্পানি এগুলো এই রোজার সময় তৎপর হয়ে ওঠেন ভেজাল ট্যাং তৈরির মহোৎসবে।

রোজার এক মাস নকল ট্যাং বাজারজাত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।

বিসিক শিল্প নগরীতে অজস্র নকল কোম্পানি গড়ে ওঠেছে সংশ্লিষ্টদের মনিটরিং না থাকায় কোম্পানিগুলো আরো বেপরোয়া।

তেমনি বিসিক শিল্প নগরীতে এক নকল ট্যাং কোম্পানির সন্ধান পেয়েছি। আর এই কোম্পানির মালিক পরিচয়দানকারী ফিরোজ’ যে কিনা এই কোম্পানির নিজেই camist সে গ্লাভস ছাড়া নিজেই ট্যাং হাত দিয়ে স্পর্শ করে সেলম্যানকে বলতেছে মাল নিয়ে টেনশন নাই বেচার চিন্তা করো।

নকল চক্রের সন্ধান অনুসন্ধানে উঠে আসে তাদের সেল্টার দাতা! সাংবাদিক সহ বহু রাজনৈতিক নেতার নাম ফিরোজ নিজ মুখে বলেছেন ডিসি, বিএসটি’র কমকর্তা সহ- অনেকের নাম।

ফিরোজ নিজে যে অনেক ক্ষমতাবান সেটা বোঝানোর বারবার চেষ্টা করেছেন আমাকে।আমি নিজেও তাকে বারবার সঠিকটা বোঝানোর চেষ্টা করেছি। তার কথাবার্তা ছিল খুব পাওয়ারফুল অমানুষের মত , এক কথায় তিনি একটা মস্ত বড় প্রতারক।

আসুন আমরা ট্যাং এর নামে কি খাচ্ছি? কাপরের রং, এরারোড, বিষাক্ত কেমিক্যাল এছাড়া আর কিছুই নে এই নকল ট্যাংঙ্গে শুধু বিষ আর বিষ।

এসব ট্যাং বাজারজাত হচ্ছে গ্রামগুলোতে যে গ্রামগুলোতে মানুষ স্বল্প শিক্ষিত হয়ে থাকে গ্রামের অসহায় গরীব কৃষক দিনমজুর রোজাদাদের পন্য এটি।

এসব নকল বিষাক্ত ট্যাং খেয়ে তাদের কিডনি হার্ট লিভার অতি দ্রুত বিকল হতে থাকে আজ কাল সহরের সরকারি বেসরকারি হাসপাতাল গুলোতে গ্রামের রোগী বেশি থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ তাই আসুন এখনই সময় এইসব নকল কোম্পানি গুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

ফিরোজ নামের এই কুলাঙ্গার কে ধরিয়ে দেয়া জমাদের সমাজের কর্তব্য,  যেহেতু কাউনিয়া থানার আন্ডাবরে পরেছে বিসিক শিল্প নগরি এরিয়া তাই তাদের সহ-বরিশালের সমস্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই নকল কারখানার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট