স্টাফ রিপোর্টো সৈয়দ শিহাব উদ্দিন মিজান
গতকাল ৬মার্চ বৃহস্পতিবার রাত আনুমানিক ৮:১৫ এর সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন কুট্টাপাড়া খেলার মাঠের বিপরীতে পাশের একটি ঝুপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি নবজাতক কন্যা শিশুকে জিবীত উদ্ধার করা হয়েছে। রাতে ঝুপের ভিতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা সরাইল থানার পুলিশকে খবর পাঠালে পুলিশের টহলরত একটি টিম ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যাবস্থা করে শিশুটির চিকিৎসা নিশ্চিত করেন । শিশুটির আনুমানিক বয়স ১ বা দুইদিন হবে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। তিনি আরো জানান বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা ভালো।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে জেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসারকে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য অবহিত করা হয়েছে।
সমাজসেবা অফিসার জানান, শিশুটিকে যদি কোন নিঃসন্তান ও সচ্ছল কোন দম্পত্তি দত্তক নিতে চান তাহলে উপ-পরিচালক, সমাজসেবা অফিসার বরাবর দত্তক গ্রহণের আবেদন করতে হবে। আগ্রহী দম্পতিরা দত্তক গ্রহণে সমন্ধে বিস্তারিত জানার জন্য সমাজ সেবা অফিসের ০১৭১৯-৮১১০৮২ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।