মোঃ গোলজার হোসেন
কোন ভাবেই বন্ধ হচ্ছে না ডিমলা উপজেলার বালু উত্তোলনের মহোৎসব। দিনে রাতেই চলছে বুড়ি তিস্তা নদী সহ আশেপাশের নদীগুলো থেকে বালু উত্তোলনের মহা উৎসব। এ যেন দেখার কেউ নাই, বলার কেউ নাই, তাদের মন মতো করে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে গাড়ি প্রিতি ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা করে নিচ্ছেন নদীর চরের বালুর টলি। যে জায়গায় বালু উত্তোলন হচ্ছে গোলমুন্ডা শেষের মাতা সাজ্জান ব্রিজের নিচে,সহ বেশ কিছু জায়গায় নদির বালু উত্তোলন করতেছে বিগত সময়ে থেকে শুরু এখনো বেশি করে উত্তোলন হচ্ছে। এদের খুঁটির জোর কোথায় এ কথা থেকেই যায় এলাকার সচেতন মহল বলতেছেন মসজিদ মাদ্রাসার নাম ভাঙিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছেন দুলাল হোসেন বালু-দশু নামে পরিচিতএক ব্যক্তি। শুধু তাই নয় অনেকেই এই বালু উত্তোলনের উপটকন নিয়ে চুপচাপ। তবে তবে বিষয়টি নজর করে নিয়েছে
সরকারি কর্মকর্তা কর্মচারীর নাকের ডগায় চলছে অবৈধ ট্রাক্টর গাড়ি রমরমা ব্যবসা। কিন্তু বিষয়টি ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তার