মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি।
ফ্যাসিবাদ চলে গিয়েছে কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ঘামটি মেরে বসে আছে, আমাদের ভিতরের বিভেদ সৃষ্টি করার জন্য বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিংকুর।
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সালথা উপজেলা দিন রামকান্তপুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের বিএনপি’র অঙ্গ সংগঠনের আয়োজনে সোমবার (১০ই মার্চ) বাদ আসর সালথা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আয়োজনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুঝতে হবে এটা ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। আমরা যারা ধানের শীষের সৈনিক, শহীদ জিয়ার সৈনিক কে এম ওবাইদুর রহমানের সৈনিক, তারেক রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে আমরা যারা রাজনীতি করি, জিয়ার আদর্শ নিয়ে আমরা যারা রাজনীতি করি আমাদের মধ্যে ফ্যাসিবাদের দোসরেরা ঢুকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে তারা যেন কোন ভাবেই আমাদের মধ্যে প্রবেশ না করতে পারে। তিনি আরো বলেন তারা যেন কোনভাবেই আমাদের মধ্যে গোলযোগ বিভেদ সৃষ্টি করতে না পারে। এটা কোনভাবেই হতে দেওয়া যাবে না।
আমরা দীর্ঘদিন ধৈর্য ধরে আছি আজকে আমরা বিজয়ের দ্বার প্রান্তে। আমরা দীর্ঘদিন ভোট দিতে পারেনি আমরা বিগত দিনের বিনা ভোটের নির্বাচন দেখেছি যেখানে ভোট কেন্দ্রে কুকুর বিড়াল ছাড়া কাউকে দেখা যায়নি। আমরা বিগত সাথে জানুয়ারি নির্বাচন দেখেছি সেখানে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচন । সেখানে ডানেও বাম ে আওয়ামী লীগের প্রার্থী বামে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত করেও ফ্যাসিবাদ টিকে থাকতে পারে নাই। জনগণ নিষ্পেষিত হতে হতে জনগণের পিঠে দেওয়াল ঠেকে গিয়েছে। যখন জনগণ গণতন্ত্রের জন্য, কথা বলার স্বাধীনতার জন্য অধিকার আদায়ের জন্য, মাঠে নেমে এসেছে তখনই এই ফ্যাসিবাদের পতন হয়েছে। তিনি বলেন এমন একটা সময় ছিল যখন মানুষ বাজার যেতে পারে নাই, রমজান মাসে ঠিকমতো রোজা রাখতে পারে নাই, ইফতার করতে পারে নাই। ঈদের সময় ঈদের বাজার ঠিকমত করতে পারে নাই। বিভিন্ন মামলা হামলায় বাড়িঘর ছেড়ে থাকতে হয়েছে। আজ আমরা সেই দিনগুলো পার হয়ে এসেছি,আজ ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা এদেরকে স্মরণ করছি যেখানে ছাত্র-জনতা রক্ত দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়েছে। এ সময় তিনি ঢাকায় আলেম-ওলামাদের উপর নির্মম নির্যাতনের কথা বলেন।
বিএনপির নেতা ও সালথা উপজেলা বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন। সালথা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শাহীন মাতুব্বর, হুমায়ুন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আসাদ, যুগলা সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, অ্যাডভোকেট জাহিদুল হাসান লাভলু, যুবদল নেতা এনায়েত হোসেন, হাসান আশরাফ, মিলন হোসাইন শ্রমিক দল নেতা কামাল বিশ্বাস, ছাত্রদের নেতা রাজসহ, সোনাপুর ইউনিয়নের সভাপতি মাওলানা আজিজুল হক সহ বিএনপির অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী উপস্থিত ছিলেন।