নাঈম ইকবাল চৌধুরী সিলেট জেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ১৯৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে সাবেক সিলেট মহানগর বিনপির যুগ্ম সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন কবির শাহিন ও সাধারণ সম্পাদক পদে সোলেমান সিদ্দিকি দ্বায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সাক্ষরিত অনুমোদন কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে। আজ রাজ ১০ টায় মহানগর কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এক আনন্দ র্যালির আয়োজন করা হয়। মহানগর কৃষক দলের নব-নির্বাচিত যুগ্ম সম্পাদক সাজন চৌধুরী বলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দেশ ও জাতির কল্যাণে ইতিহাসের ক্রান্তিলগ্নে কাজ করেছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যহত থাকবে। তিনি দৈনিক প্রভাতী বাংলাদেশকে দেয়া এক সাক্ষাতকারে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
তিনি নব গঠিত কমিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।