1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুখে কালো কাপড় বেঁধে ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ওয়ার্ল্ড স্টপস ফর গাজা বিক্ষোভ মিছিল থেকে রেস্টুরেন্ট ভাঙচুর বাঘায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তারা উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কে অবাঞ্চিত ঘোষণা গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কালিহাতীতে উপজেলা ছাএদলের বিক্ষোভ মিছিল দীঘিনালায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাথে কেসিসি প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মানবাধিকার ফোরামের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কুখ্যাত কিশোর গ্যাং লাদেন গ্রুপের ১২ জন সদস্যকে আটক

সারাফাত হোসেন ফাহাদ সটাফ রিপোটার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

সারাফাত হোসেন ফাহাদ সটাফ রিপোটার

১১ মার্চ ২০২৫

আগারগাঁও তালতলা সংলগ্ন এলাকা থেকে কুখ্যাত কিশোর গ্যাং লাদেন গ্রুপের ১২ জন সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

আটকরা হলেন- মো. লাদেন (২১), রায়হান (১৮), বিল্লাল (১৪), হৃদয় (১৯), কালাম (৩০), সুমন (২০), নাঈম (১৬), শামসুদ্দিন (২৮), আরিফ (১৬), ফাহিম (১৬), মো. শাউন (১৭) ও রোহিদ (১৭)।

লে. কমান্ডার সিয়াম বলেন, আগারগাঁও এবং তালতলা সংলগ্ন এলাকায় কুখ্যাত কিশোর গ্যাং লাদেন গ্রুপ দীর্ঘদিন ধরে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজিসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কিশোর গ্যাং লাদেন গ্রুপ নাশকতামূলক কার্যক্রম করার পরিকল্পনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন নজরদারির ভিত্তিতে জানা যায়, কিশোর গ্যাংয়ের সদস্যরা নাশকতামূলক কার্যক্রমের বিষয়ে পরিকল্পনার জন্য আগারগাঁওয়ের তালতলা এলাকায় সমবেত হচ্ছে।

জমায়েতে আধিপত্য বিস্তার এবং অন্যান্য বিষয়কে কেন্দ্র করে গ্রুপের নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি হয় এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারামারিতে লিপ্ত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন বিশেষ অভিযান পরিচালনা করে। তাদের আটক করার চেষ্টা করলে কিশোর গ্যাংয়ের লিডার লাদেনসহ অন্যান্য সহযোগীরা কোস্ট গার্ড সদস্যদের ওপর হামলা করে। এতে দুই কোস্ট গার্ড সদস্য আহত হয়।

পরে কোস্ট গার্ড দল কিশোর গ্যাংয়ের লিডার লাদেনসহ মোট ১২ জনকে আটক করতে সক্ষম হয়। আটকদের তল্লাশি করে ২৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং ২১টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে শের-ই-বাংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চাঁদাবাজি এবং অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট