পঞ্চগড় জেলা প্রতিনিধি::সারাদেশে ধর্ষণ নির্যাতন অনলাইন নারীদের হেনস্থা ও ধর্ষণের পর হত্যা সহ সারা বাংলাদেশে নারীদের বিক্ষোভ সেই সাথে পঞ্চগড় জেলা মকবুলার রহমান সরকারি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করেছেন।
কিছুদিন আগে আছিয়া নামে এক ছোট্ট মেয়ে তার বয়স আনুমানিক ১০-১১ তাকে এই বয়সে ধর্ষণের খোরাক হতে হয়েছে মেডিকেলে ভর্তি করা হয়েছে আছিয়াকে।
আমাদের পার্শ্ববর্তী জেলায় ঠিক একইভাবে শিক্ষকের খোরাক হতে হয়েছে এক শিক্ষার্থীকে তাই এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকল শিক্ষার্থীরা এক হয়ে এই মানববন্ধনের আয়োজন করেছে।
সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনটি মকবুলার রহমান সরকারি কলেজ থেকে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে তাদের মানববন্ধনটি স্থগিত করে এবং স্লোগান দেয় আমার দেশের বাংলায় ধর্ষকের ঠাই নাই সেই সাথে আওয়াজ তুলে তুমি কে আমি কে আছিয়া আছিয়া।
সাধারণ শিক্ষার্থী জানিয়েছেন ধর্ষকদের খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বরাবর ধর্ষকের ফাঁসিতে ঝোলা হবে নয়তো ইসলামী শরিয়া মতাবেক ধর্ষকদের শাস্তির দাবি করেছেন শিক্ষার্থীরা সেই সাথে শিক্ষার্থীরা জানিয়েছেন বোরকা পরিহিত মেয়েরাও তো ছাড় পাচ্ছে না।
তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আমরা এ নিরাপত্তা চাই এই বলে তারা পঞ্চগড় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হয় এবং শহীদ মিনার প্রাঙ্গণে এসে তারা তাদের মানববন্ধনটি অব্যাহত রাখে।