শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের দোয়া মাহফিল ও পরীক্ষার উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১১ ই মার্চ (মঙ্গলবার) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার পৌর পূর্ব থানা শাখার উদ্যোগে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে সকাল ১০ টায় ইসলামী ছাত্রশিবিরের পৌর পূর্ব থানা সভাপতি মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে এবং সেক্রেটারি জুবায়ের আহমেদের সঞ্চালনায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর দাওয়া ও সাংস্কৃতিক সম্পাদক হা. শারাফাত হুসাইন লিটিল।
প্রধান অতিথি আল মামুন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী দেশ ও জাতির কল্যাণে পড়ালেখার বিকল্প নেই।যুগে যুগে মুসলিমরা এ পৃথিবী শাসন করে গেছে। কিন্তু কালের বিবর্তনে মুসলমানরা সেই ইতিহাস -ঐতিহ্য ভূলে পশ্চিমা সাংস্কৃতি লালন করার কারনে নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে। পড়ালেখার মধ্য দিয়ে এবং ভালো রেজাল্ট করার মাধ্যমে আমাদের পূর্বের ইতিহাস ঐতিহ্য কে ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন, তোমরা ভালো রেজাল্ট করার মাধ্যমে পিতা-মাতার মুখ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংগঠনের নাম উজ্জ্বল করবে।
প্রধান অতিথি উপস্থিত পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ সামগ্রী তুলে দেন এবং সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।