নিজস্ব প্রতিবেদক কক্সবাজার
বোধবার (১২ই মার্চ) বিকেল তিনটায় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা রাজাখালী ইউনিয়ন পরিষদ থেকে
নুরুল আফসার ওরফে বধু মেম্বারকে সেনাবাহিনীর একটি টিম আটক করেন নুরুল আফসার ওরফে বধু মেম্বার পিতা: হাসিম আলী ঠিকানা :বদিউদ্দিন পাড়া রাজাখালী পেকুয়া কক্সবাজার পরবর্তীতে পেকুয়া থানার ওসিকে কল দিলে ওসি জানাই তাহাকে এখনো থানায় হস্তান্তর করেনি সেনাবাহিনী। নুরুল আফসার ওরফে বধু মেম্বার, বর্তমান রাজাকালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এমইউপি।তার নামে একাধিক মামলা রয়েছে।