1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শান্তিগঞ্জে কলিম উদ্দিন আহমদ মিলনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল মলদ্বারে বাতাস ঢুকিয়ে শিশুকে হ,ত্যা ঝিনাইগাতীতে বিদেশী মদ সহ অটোরিক্সা জব্দ মতলব উত্তরে আদালতের নিষেধাজ্ঞায় স্থাপনা নির্মাণ স্থগিত  গফরগাঁওয়ে মশাখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃ ত্যু বাংলাদেশ না পারছে সরাসরি আলোচনা করতে, না পারছে তাদেরকে এড়িয়ে যেতে’ চোর, ডাকাত ও ঘুসখোরদের হজ আল্লাহ কবুল করেন না’ধর্ম উপদেষ্টা পুলিশের হাতে ডিবি পুলিশ আটক মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কাবির মিয়া ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন  বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে নবজাতক শিশুর মৃ,ত্যু

আদমদিঘীতে ডেভিল হান্টের ভয় দেখিয়ে টাকা দাবি, ওসির অপসারণ চেয়ে অভিযোগ। 

মো:মোমিনুল ইসলাম (মোমিন)  জেলা প্রতিনিধি বগুড়া 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

মো:মোমিনুল ইসলাম (মোমিন) 

জেলা প্রতিনিধি বগুড়া

সারাদেশে চলছে ডেভিল হান্ট অপারেশন। যৌথবাহিনীর সমন্বয়ে এই ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে মূলত চিহ্নিত সন্ত্রাসী বা আসামীদের গ্রেপ্তার করা হচ্ছে। অথচ সেই আসামীদের সুবিধা দেওয়া ও ভয় দেখানোর অভিযোগ উঠেছে খোদ এক ওসির বিরুদ্ধে। ওসির বিরুদ্ধে অভিযোগ থানায় হওয়া নাশকতা মামলার আসামীদের সাথে তিনি পক্ষপাতমূলক আচরণ করছেন। দিচ্ছেন অর্থের বিনিময়ে সুবিধা। এছাড়া চলমান ডেভিল হান্টের ভয় দেখিয়ে ঘুষ দাবীরও অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন নাশকতা মামলার বাদী মিজানুর রহমান নামের এক বিএনপি নেতা। তিনি আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি। আর অভিযোগ ওঠা ওসির নাম মোস্তাফিজুর রহমান। তিনি বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি গণমাধ্যমকর্মীদের কাছে ওসির বিভিন্ন অনিয়ম ও ঘুষের অভিযোগ তুলেছেন ভূক্তভোগী ওই নেতা নিজেই। এর আগে তিনি নিজেই ওসির অপসারণ চেয়ে গত ২৪ ফেব্রুয়ারী বগুড়া পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও এখনো কোন পদক্ষেপ গ্রহণ করেনি জেলা পুলিশ। এতে পুলিশের এমন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। আদমদীঘিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আসামীদের পক্ষপাতমূলক আচরণ, তাদের থেকে সুবিধা নিয়ে রেহাই, ডেভিল হান্টের ভয় দেখিয়ে টাকা আদায়সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলেছেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ও নাশকতা মামলার বাদী মিজানুর রহমান। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, আদমদীঘিতে গত ২৫ আগষ্ট বিএনপির দলীয় অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এঘটনায় আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও ২৫০ অজ্ঞাতনামা আসামী করে একটি নাশকতা মামলা থানায় দায়ের করা হয়। মামলার বাদী হন উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান। এরপর থেকে মামলার কার্যক্রম শুরু করেন পুলিশ। অভিযোগ উঠেছে, বর্তমান আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান নাশকতা মামলার এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে নেই কোন তৎপরতা। উল্টো তিনি ও তার সহযোগী উপ পরিদর্শক আনিছুর রহমান আসামীদের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন। বিনিময়ে আসামীদের দিচ্ছেন প্রকাশ্যে ঘোরাফেরার সুযোগ। এছাড়াও বিত্তশালীর সঙ্গে যোগাযোগ করে অপারেশন ডেভিল হান্টের ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন মামলার বাদী৷ স্বৈরাচার আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয়ে ওসিকে একাধিক বার জানানোর পরেই তিনি বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। বরং ইচ্ছাকৃতভাবে তালিকাভুক্ত আসামীদের ধরতে একপ্রকার অনিহা দেখাচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান। এতে চরম নিরাপত্তাহীনতায় মধ্যে দিয়ে দিন পারছেন বলে দাবী করেন তিনি। এ ব্যাপারে তিনি ওসির বিরুদ্ধে অপসারণ চেয়ে বগুড়া পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে থানায় আইনগত কোন সুবিধা নিতে গেলে অশোভন আচরণ করেন তিনি। এমন অভিযোগ করেন একাধিক ভুক্তভোগী। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। যার দৃশ্যমান কোন উদ্ধারকাজ ও তৎপরতা নেই পুলিশের। সম্প্রতি কদমা গ্রামে গত সোমবার (৩ মার্চ) রাতে কৃষকদের চারটি গরু চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট