ষ্টাফ রিপোর্টার মোঃ সোহেল মিয়া
যদি রাস্তায় বসে অসহায় ক্ষুধায় কাঁদে , তবে হাশরের মাঠে এই বিলাসিতার কি হিসাব দিবে ।এসো হাত মিলাও করো দান , সাথে আছি আল-ইখওয়ান ।
এই স্লোগানকে সামনে রেখে আজ ১২ই রমজান কাশিমপুর জিরানী বাজারে আল-ইখওয়ান ফাউন্ডেশনের ইফতার বিতরণ করা হয় । উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান হাকীম মোঃ সোহেল সাহেব তার বক্তব্যে বলেন ইসলাম সব সময় ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। অসহায় অসচ্ছল মানুষের সেবায় এগিয়ে আসা ইসলামে অন্যতম ইবাদত। আল-ইখওয়ান ফাউন্ডেশন বিগত ৩ বছর যাবৎ সমাজের অবহেলিত অসহায় দরিদ্র মানুষদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করে আসতেছে তারই ধারাবাহিকতায় আজ প্রায় ৪০০ অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হলো । আমরা গত ডিসেম্বর মাসেও ৫০০ পরিবারের মাঝে শিত বস্ত্র বিতরণ করেছি । আমরা সকলেই যদি প্রতিদিন একজন করে অসহায় মানুষকে সাহায্য করি , সাহায্যটি যতই ছোট হোক না কেন, ইনশাআল্লাহ একদিন এই দেশে একজনও অসহায় দরিদ্র মানুষ থাকবে না । সাধারণ সম্পাদক শায়খ মাওলানা আব্দুল হাই সাহেব বলেন ক্ষুধার্তকে খাবার দেওয়া পুণ্যের কাজ-সহানুভূতি ও মানবিকতার পরিচয়। বিবেকবান মানুষমাত্রই এটি উপলব্ধি করেন। তবে ইচ্ছা ও সংকল্পের অভাবে এ আমল অনেক সময় অবহেলিত রয়ে যায়। দপ্তর সম্পাদক মাওলানা জিল্লুর রহমান বলেন ইখওয়ান মানে ভাতৃত্বের বন্ধন আসুন আমরা আমাদের অসহায় ভাইদের পাশে দ্বারাই । ক্যাশিয়ার উজ্জ্বল সাহেব বলেন আমরা হয়তো সারা দেশের সকলের ক্ষুধা নিবারণ করতে পারবো না । তবে একজন ক্ষুধার্তে ক্ষুধা অবশ্যই নিবারণ করতে পারবো ইনশাআল্লাহ্ । আর এ ভাবেই ১ থেকে হাজার জনের ক্ষুধা নিবারণ হবে । সহ-ক্যাশিয়ার মাওলানা ওবাইদুর রহমান বলেন যখন আপনি দেখবেন অসহায় মানুষের দুঃখ-কষ্টে আপনার কোন আগ্রহ নেই , সে দিন আপনি বুঝে নিবেন আপনি স্বার্থপর মানুষ হয়ে গেছেন । এ সময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ডাঃ সুরুজ আলম , প্রচার সম্পাদক আবু সিয়াম সহ অনেকেই ।