থানচি (বান্দরবান) প্রতিনিধি:
ভিটামিন এ শিশুদের চোখের রাতকান্নাসহ বিভিন্ন জটিল রোগ রক্ষা করে এবং সুস্থভাবে বেড়ের ওঠার সক্ষমতা বাড়ায়। পাহাড়ে শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ প্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বান্দরবানের থানচিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল এই কথা বলেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ সভাপতিত্বে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতাল তথ্যমতে, এই উপজেলায় ৪টি ইউনিয়নের এবারে উপজেলা সর্বমোট ৪ হাজার ২শত ৭৭ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাসে শিশু ৬শত ২৬ জন ও ১২-৫৯ মাসে শিশু ৩ হাজার ৬শত ৫১ জন। চলতি মাসের ১৫ তারিখে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা সময় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস শিশুদের খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, গত দুই থেকে চার মাসের মধ্যে যেসব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে বা যাদের শরীরে জ্বর রয়েছে, তারা এবারের ক্যাম্পেইন থেকে বাদ পড়বে। তবে ক্যাম্পেইনে বাদ পড়া শিশু পরবর্তী চার দিনের মধ্যে ক্যাপসুল গ্রহণের সুযোগ পাবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের পরিসংখ্যা বিভাগের পঙ্কজ বড়ুয়া সঞ্চালনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন ও ব্রাক থানচি শাখায় ব্যবস্থাপক প্রিয়লাল চাকমা প্রমুখ ।
হিমংপু মারমা(হাইসিং)
থানচি (বান্দরবান) প্রতিনিধি।
মোবাইল: 01829265484
তারিখ: ১৩/৩/২০২৫ খ্রিঃ।