1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদ পুনর্মিলনী ও আব্দুদ দাইন সরকারের ৬৮ তম জন্মবার্ষিক উদযাপন হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার উস্তাদ জাকির হোসেন এর স্মরণে শ্রুতিঅঙ্গনের এয়োদশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মিলন জামায়াতের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ভোট কেন্দ্র ঈদগাহ থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধার পাবনার ধর্ষণ মামলার আসামি মিলন ঢাকায় গ্রেফতার সাংবাদিকদের সাথে ফাগুয়া উৎসব নিয়ে মতবিনিময় সভা গাজায় বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের মানববন্ধন ও প্রতিবাদ, কালিহতী বীরবাসিন্দা ইউনিয়নে বিএনপি নেতা সোহেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন মা গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে পাহাড়ি জনগোষ্ঠীর

প্রকাশিত ‘গ’ শ্রেণির ‘জুলাই যোদ্ধা’ গেজেটে গোবিন্দগঞ্জের ২৪ জন

মোঃ আলামিন হোসেন 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

মোঃ আলামিন হোসেন 

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ আহতদের (‘গ’ শ্রেণি) ‘জুলাই যোদ্ধা’গেজেটে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ২৪ জনের নাম অন্তর্ভূক্ত তালিকা প্রকাশ পেয়েছে। গত ৪ মার্চ, ২০২৫ (মঙ্গলবার) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার প্রজ্ঞাপনটির অতিরিক্ত সংখ্যা ৫ মার্চ, ২০২৫ (বুধবার) প্রকাশ হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব (গেজেট) হরিদাশ ঠাকুর স্বাক্ষরিত আদেশটি জারি করা হয়।

রংপুর বিভাগের ‘গ’ আহত শ্রেণির গেজেটে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের ২১ জনের তালিকায় রয়েছে-

দরবস্ত ইউপির বিশুবাড়ী গ্রামের আ. হামিদ গাছুর ছেলে মো. সিদ্দিক মিয়া (গেজেট আইডি নং ১১৬ ও মেডিকেল কেস নং ১৯৬৪); কামদিয়া ইউপির মাহিশমুড়ি গ্রামের লুৎফর রহমান মণ্ডলের ছেলে মো. আতিকুজ্জামান স্বাধীন (১২১/৩৬২৩); শিবপুর ইউপির শ্রীমুখ গ্রামের মো. আনিছুর রহমানের ছেলে মো. রাব্বি মিয়া আকাশ (১৩০/৫২৪০); পৌরসভার মাস্টার পাড়ার মো. সাহেন সরকারের ছেলে মো. জারীফ সরকার তাসিন (১৩১/৫৩৪০); থানাপাড়ার মো. আফতাব হোসেনের ছেলে মো. জান্নাতুল আরিফ শ্রাবণ (১৩২/৫৪০০); সাপমারা ইউপির শ্রীপুর গ্রামের মো. খাজা মিয়ার ছেলে মো. আলমগীর মণ্ডল (১৪২/৮১০৫); তালুককানুপুর ইউপির সুন্দইল গ্রামের মো. মোহাম্মাদের ছেলে মো. তাজমিন মিয়া (১৪৬/১৭৪৯০); শালমারা ইউপির বুড়াবুড়ি গ্রামের মো. সাদেক আলীর ছেলে মো. মনজু (১৫৫/২২৮৬৩); রাজাহার ইউপির গোপালপুর গ্রামের মো. ছাত্তার মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (২১৭/৩১১৬৪); কামারদহ ইউপির ঘোড়ামারা গ্রামের মো. রফিকুল সরদারের ছেলে মো. শাহীন মিয়া (২১৮/৩১১৭৪); শাখাহার ইউপির দেওনালা গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আজিজুল হক (২৩২/৩১৩৪২); পৌরসভার একতাপাড়ার হীরক রোডের খগেন চন্দ্র মহন্তর ছেলে সাধন কুমার মহন্ত (২৫৭/৩৩৩৪০); বুজরুক বোয়ালিয়ার হিরক পাড়ার মো. আকতার হোসেনের ছেলে মো. তানভীর আকতার (২৫৮/৩৩৩৪১); তালুককানুপুর ইউপির সুন্দইল গ্রামের মো. ছাদেকুল ইসলামের ছেলে মো. মাহমুদুল হাসান (২৬৬/৩৪৩৮৪); দরবস্ত ইউপির বিশুবাড়ী নয়াপাড়া গ্রামের মো. তোজাম্মেল হকের ছেলে মো. মাহাবুব আকন্দ (২৬৭/৩৪৬৩০); তালুককানুপুর ইউ ছোট নারিচাগাড়ী গ্রামের কে এম সাইফুর রহমানের ছেলে কে এম নুরুল্ল্যাহ মণ্ডল (২৬৮/৩৪৭৭৬); কাটাবাড়ী ইউপির মালেকাবাদ-বাগদাহাটের রফিকুল ইসলামের ছেলে মো. সবুজ হাসান বিপ্লব (২৮৫/৩৬৭৬৪); রাখালবুরুজ ইউপির কুন্দেরপাড়া গ্রামের মো. মণ্টু প্রধানের ছেলে মো. গোলাম প্রধান (২৮৮/৩৭০৮২); কোচাশহর ইউপির হরিপুর গ্রামের সৈয়দ আব্দুর রউফের ছেলে সৈয়দ আবু হোসাইন (২৮৯/৩৭৪৯৯); মহিমাগঞ্জ ইউপির পুনতাইড় গ্রামের মো. মোনার প্রধানের ছেলে মো. ছাব্বির হোসেন (২৯০/৩৭৫০৮); নাকাই ইউপির ডুমুরগাছা গ্রামের মো. মুছা মিয়ার ছেলে মো. রিয়ন খন্দকার (২৯৪/৩৭৭৩৮); কামদিয়া ইউপির আয়ভাংগী-আয়েজাবাদ গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (২৯৭/৩৭৭৯৬); কোচাশহর ইউপির কানাইহাট গ্রামের মো. শাহিন মণ্ডলের ছেলে মো. মাসুদ মিয়া (৩০৩/৩৮৪০৪); রাখালবুরুজ ইউপির পলাশবাড়ী গ্রামের মো. আজগর আলী সরকারের ছেলে এসএম আহনাফ আবিদ (৩০৪/২৭৩৬১)।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আহত বা জুলাই যোদ্ধারা আজীবন চিকিৎসা সুবিধা পাবেন এবং তারা ভাতাও পাবেন। যারা অতি গুরুতর আহত (ক-শ্রেণি) তারা এককালীন পাঁচ লাখ টাকা পাবেন এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। একটি অঙ্গহানি হয়েছে এমন আহত (খ-শ্রেণি) যারা আছেন তারা প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা পাবেন এবং তারা এককালীন ৩ লাখ টাকা পাবেন। সামান্য আহত (গ-শ্রেণি) যারা চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেছেন, তারা চাকরিসহ পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন। তারা কোনো ভাতা পাবেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট