1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :

মাগুরাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা 

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি ফরিদপুর।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর

জেলা প্রতিনিধি ফরিদপুর।

মাগুরা জেলার ইছাখাদা বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন। বৃহস্পতিবার ১৩ মার্চ সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযানে তেল, সবজি, তরমুজ, ফলের দোকান, মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।এসময় মেসার্স রুপা স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে পূর্বে সতর্ক করা সত্ত্বেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব জগন্নাথ বসুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ১০,০০০ টাকা ও মেসার্স বিসমিল্লাহ স্টোরের মালিক আব্দুর রবকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মুল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ৩৮ ও ৫১ ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়।

অভিযানে মোট ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া পরবর্তীতে তরমুজ, ফলসহ অন্যান্য নিত্য- প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা সহ সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। পবিত্র রমজান মাসে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা সহ নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা কালে সার্বিক সহযোগিতায় ছিলেন মাগুরা জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব দিলীপ কুমার প্রামাণিক ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট