মুহাম্মদ নেজাম উদ্দিন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-
আগামী মহান ৪ চৈত্র,১৮ মার্চ ২০২৫ ইং,মঙ্গলবার
আওলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার আপন খালাতো ভাই ও বেয়াই সাহেব, এবং পীর ভাই ও তাঁহার পবিত্র জানাজা শরীফের ইমাম,
গাউসুল আযম বিল বিরাসত হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারী (কঃ) কেবলা কাবার শ্রদ্বেয় তালই সাহেব,
এবং খাদেমুল ফোকারা অছিয়ে গাউসুল আযম সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার শ্রদ্বেয় নানাজান
সুলতানুল মাশায়েখ,আলেমকুল শিরোমণি,মুফতিয়ে আযম,হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ মছিহ্ উল্লাহ্ (কঃ) মির্জাপুরী ছাহেব কেবলা কাবার ১০৯তম মহান বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে গাউসিয়া মছিহ মনজিলে অনুষ্ঠিত হবে।
উক্ত ওরশ শরীফে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের দাওয়াত রইল।
স্হানঃ গাউসিয়া মছিহ্ মনজিল, মির্জাপুর দরবার শরীফ, সৈয়দ পাড়া, সরকারহাট, হাটহাজারী, চট্টগ্রাম।
আরজ গুজার
সাজ্জাদানশীন সৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভাণ্ডারী (রহঃ) ‘র একমাত্র আওলাদ
শাহজাদা সৈয়দ শাহাদাৎ হোসাইন মির্জাপুরী (মা.জি.আ.)