ষ্টাফ রিপোর্টার মোঃ সোহেল মিয়া
কলতাসূতী নামের একটি ফেসবুক গ্রুপ এর এডমিন মডারেটর এর পক্ষ এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কলতাসূতী ফেসবুক গ্রুপের এডমিন জনাব সোহেল হোসাইন বলেন আমাদের এই ইফতার মাহফিলের বিশেষ দিক হলো এখানে কোনো প্রধান অতিথি বা বিশেষ অতিথি ছিল না এটি একটি অরাজনৈতিক অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন।
এই মাহফিলে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মতাদর্শের ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তিত্বসহ সকলেই এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে ইফতার করেছেন। আমাদের মূল উদ্দেশ্য ছিল—গ্রামের সব মানুষকে ঐক্যবদ্ধ করা, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি ও ভালোবাসার এক বন্ধনে আবদ্ধ হোক। এবং ভালো কাজের জন্য অনুপ্রাণিত করা । আল্লাহ আমাদের এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করুন, গ্রামের ঐক্য ও শান্তি বজায় রাখুন। এসময় বক্তব্য রাখেন এই গ্রামের কৃতি সন্তান শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান প্রার্থী জনাব আব্দুল্লাহ আল মামুন (বাবুল) তিনি বলেন এই কলতাসূতীতে আমার নাড়ী পুতা আছে। এই গ্রামের সকল সুখ-দুঃখ আমরা একত্রে মোকাবিলা করবো ইনশাআল্লাহ।কলতাসূতীর আরেক কৃতি সন্তান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল মালেক বলেন আমাদের গ্রামের যুব সমাজ স্মৃতি বিচলিত আজকের এই বিশাল আয়োজন করেছেন। দলমত নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা কলতাসূতীর সন্তান। এ সময় আরো বক্তব্য রাখেন কলতাসূতীর সুযোগ্য সন্তান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন ( বুলবুল ) তিনি বলেন এইটা আমাদের কলতাসূতীর গর্ব। এইটা একটা অরাজনৈতিক গ্রুপ আমিও চাই এখানে কোন রাজনীতি থাকবে না। থাকবে না কোন পদ পদবী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কলতাসূতীর ঐক্য ও ভালোবাসা অটুট থাকুক।