1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
পাবনায় এনজিও প্রতিনিধির সাথে শিমুল বিশ্বাস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  নতুন মিডিয়া প্রকাশের আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখার বর্ণি ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ঈদ পূর্ণমিলনী সম্পন্ন সন্ধান দাতাকে ১০০০০০/-এক লক্ষ টাকার অধিক পুরস্কার দেওয়া হবে টাঙ্গাইলের কালিহাতীতে যোগারচরের গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু কমলগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন আটক যে তথ্যর ভিত্তিতে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় ময়মনসিংহ চোরখাই সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন ও আহত ৫ জন গোরস্থান উন্নয়ন কল্পে যুব সমাজের সাথে আলোচনা  গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি আজ থেকে জয়া বাংলা বলবো

ফটিকছড়িতে ধর্ষণবিরোধী মানববন্ধন: প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবি জানালো ছাত্রসেনা

ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

 

ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:-

সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি রোধ, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের দাবীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা,ফটিকছড়ি উপজেলার আয়োজনে নাজিরহাট ঝংকার মোড়ে ১৩ই মার্চ বৃহস্পতিবার বেলা ৩টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সভাপতি ছাত্রনেতা নজিবুল হক আজাদের সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রসেনা ফটিকছড়ি (উত্তর) উপজেলার সভাপতি মুহাম্মদ ইরফান উদ্দীন।

ছাত্রনেতা মিজানুর রহমান মুন্না ও ইয়াকুব আলী বাদশাহ্’র যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি উপজেলা (উত্তর)’র সভাপতি হাবিবুল ইসলাম ভূঁইয়া,উপজেলা ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা ইউসুফ মুহাম্মদ সালাউদ্দীন শাহ্, ইসলামী ফ্রন্ট নেতা আবুল কালাম, যুবসেনা ফটিকছড়ি উপজেলা (দক্ষিণ)’র সভাপতি মুহাম্মদ তারেক আলম, ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মিনহাজুল আবেদীন,যুবসেনা নেতা আবদুর রহমান বাবর, ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলা (দক্ষিণ)’র সাবেক সভাপতি এরশাদ চৌধুরী, উপজেলা যুবসেনা নেতা গোলাম মোস্তফা তাহেরী, যুবসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দীন,যুবসেনা নেতা এমরান উদ্দীন মানিক, ছাত্রসেনা হাটহাজারী উপজেলা (উত্তর)’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইকবাল শাকিল, ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলা (দক্ষিণ)’র সাধারণ সম্পাদক ছাত্রনেতা ফরহাদুল ইসলাম প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন-

“আছিয়ার পাষন্ড ধর্ষক ও সহায়তাকারীদের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির দৃষ্টান্ত স্থাপন হোক। বিচারহীনতা,বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, শিশু আছিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেওয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থার উপর আবার সকলের আস্থা ফিরে আসুক।”

বক্তারা সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি রোধে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ধর্ষণ-বলাৎকারের বিরুদ্ধে সরকারকে কঠোরতর হওয়ার দাবী জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, আইনের দীর্ঘসূত্রতা ও দুর্বল বিচারব্যবস্থার কারণেই ধর্ষকদের সাহস বেড়ে গেছে। দ্রুততম সময়ে ধর্ষকদের বিচার সম্পন্ন করতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে।

ছাত্রসেনা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম,শহীদুল ইসলাম, রায়হান উদ্দীন, ইউসুফ রায়হান,পারভেজ মোশাররফ, মুহাম্মদ আশরাফ উদ্দীন, করিম উদ্দীন, সোহেল খন্দকার, আব্দুল আজিজ, মুহাম্মদ মহিউদ্দীন, রেজাউল করিম,নাহিদুল ইসলাম হামীম,মুহাম্মদ নয়ন,জোনায়েদ জিসান, শাফায়েত সাব্বির, শাখাওয়াত আরমান প্রমুখ।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ঝংকার মোড় থেকে শুরু হয়ে নাজিরহাট বাজার প্রদক্ষিণ করে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট