তরিকুল ইসলাম মনিরামপুর যশোর প্রতিনিধি
ফাউন্ডেশনের ঝিকরগাছা উপজেলার সুপারভাইজার মাসুদুজ্জামান এর বিরুদ্ধে কেন্দ্র শিক্ষকের স্বাক্ষর জালিয়াতি করে অবগতি পত্র জমা দিয়ে শিক্ষকের চাকরি অবহতি করেছেন শিক্ষক জনাব তরিকুল ইসলাম সন্তোষনগর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন বিষয়টি মসজিদের কমিটির সদস্য ইয়াসিন আরাফাত ঝিকরগাছা উপজেলার ইসলামিক ফাউন্ডেশন এর অফিসে জানার জন্য যাই এদিকে সুপারভাইজার মাসুদুজ্জামান ওই মসজিদ কমিটির সদস্যকে হয়রানিও লাঞ্ছনা মূলক করার জন্য বাক বিতান্ড করে এবং ইয়াসিন আরাফাত কিছু না বলেই ফিরে যান এবং জেলা অফিসার আব্দুর রশিদ সাহেবকে জানালে মাসুদুজ্জামানের পক্ষে ছাপিয়ে চলে যান সেই সময় আওয়ামী লীগের কিছু নেতাদের হাত করে শেষ সময় সুপারভাইজার মাসুদুজ্জামান পার পেয়ে যায় এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের জেলা বিডি মহোদয় কে অবগতি করলে তিনি কোন রকম ের পক্ষে সাপোর্ট দেয় নিরুপায় হয়ে কেন্দ্রশিক্ষক থেকে চাকরির চলে যাওয়ার পরে মানবতার জীবন যাপন করছে