বিশেষ প্রতিনিধি:
আজ অনেক দিন পার হয়ে গেছে বরুয়া এলাকায় আশিয়ান সিটির ভিতরে প্রকাশ্যে খুন হওয়া কাউসার দেওয়ান (৪০)। বিচার পাননি কাউসার দেওয়ানের পরিবার। আরও বিচার পাননি গুরুতর আহত অবস্থায় ঘাড়ের রগ কেটে দেওয়া কবির দেওয়ানের পরিবার।
খিলক্ষেত থানার বরুয়া এলাকায় আশিয়ান সিটির নজরুল ভূঁইয়ার নামে হত্যা মামলা দায়ের করেন কাউসার দেওয়ান এর বোন মোর্শেদা আক্তার (৩৮)। গত ১৩ই জানুয়ারি আসিয়ান সিটির গুন্ডাবাহিনী নৃশংসভাবে কাউসার দেওয়ান কে হত্যা করে।আর কবির দেওয়ানকে দেশীয় অস্ত্র চাপাটি দিয়ে এলোমেলো ভাবে কুপিয়ে ঘাড়ের রগ কেটে দেয়।
পরে এভার কেয়ার হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসা করার পর এখনো পুরো সুস্থ হয়ে উঠে নাই।কিন্তু পুলিশের নাকের ডগায় আসামিরা ঘুরে বেড়াচ্ছে। এবং আসামিদের ব্যবসা প্রতিষ্ঠান চলছে।এই নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এলাকায় জনগন বলল ১৪/০১/২০২৫ ইং তারিখে খিলক্ষেত থানায় হত্যা মামলা দায়ের করার পরও বার বার পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না।কিন্তু এখনো প্রথম আসামি নজরুল ভূঁইয়া দিব্বি ঘুরে বেড়াচ্ছে।তার আসিয়ান সিটি প্রকল্পের কাজ চলমান।এখনো পুরানো রুপে জমি জবরদখলের কাজে, চেষ্টা চালাচ্ছে আশিয়ান সিটির গুন্ডা বাহিনী।
প্রশাসন এই ঘটনার কোন তোয়াক্কা না করে আসামি তার কার্যক্রম ঠিক ভাবে পরিচালিত করেন। নজরুলের বাহিনীর সদস্যরা এই ঘটনার বাদীর আত্মীয় স্বজনদের রিতিমত হুমকি দিয়ে আসছে।
এই ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকার সচেতন জনগণ।
এলাকাবাসীর দাবি প্রশাসনের কাছে যতো দ্রুত সম্ভব আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য। এবং নজরুল ভূঁইয়ার ফাঁসি দাবি করেন।তা না হলে এলাকার জনগণ এই ঘটনার সত্যতা নিয়ে কোথায় দাঁড়াবে।