1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মতলব উত্তরে ৫’শ ৩ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার ঈদ পুনর্মিলনী ও আব্দুদ দাইন সরকারের ৬৮ তম জন্মবার্ষিক উদযাপন হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার উস্তাদ জাকির হোসেন এর স্মরণে শ্রুতিঅঙ্গনের এয়োদশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মিলন জামায়াতের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ভোট কেন্দ্র ঈদগাহ থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধার পাবনার ধর্ষণ মামলার আসামি মিলন ঢাকায় গ্রেফতার সাংবাদিকদের সাথে ফাগুয়া উৎসব নিয়ে মতবিনিময় সভা গাজায় বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের মানববন্ধন ও প্রতিবাদ, কালিহতী বীরবাসিন্দা ইউনিয়নে বিএনপি নেতা সোহেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

খুবি শিক্ষার্থীকে উত্ত্যক্তকারী শনাক্ত, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিক্ষার্থীদের

এম এন আলী শিপলু, খুলনা
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

এম এন আলী শিপলু, খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আলমগীর নামে মধ্যবয়স্ক এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) ঘটনার উদঘাটন করে।

শুক্রবার (১৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বাজার করার উদ্দেশ্যে বের হলে এক মধ্যবয়স্ক ব্যক্তি তাদের অনুসরণ করতে থাকেন। তিনি বিভিন্ন ব্যক্তিগত প্রশ্ন করেন, “কয়টা বাজে?”, “আপনারা কোথায় পড়েন?”, “হলে থাকেন কি না?” এবং “বাড়ি কোথায়?”

পরে সূর্যমুখী বাগানের দিকে গিয়ে ওই ব্যক্তি শিক্ষার্থীদের দেখে বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গি করে। ক্যাম্পাস ছুটির কারণে আশপাশে লোকজন কম থাকায় শিক্ষার্থীরা দ্রুত স্থান ত্যাগ করেন।

খুবির ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত বলেন ,”সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন বহিরাগত কর্তৃক দুই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনার সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বন্ধে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে কড়াকড়ি নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এ বিষয়ে সহযোগিতা করার জন্য বলা হচ্ছে।”

এদিকে, ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযুক্ত বড়বাজার থাকে, সে এখানে এসেছে কিনা তার কোন প্রমাণ আমাদের কাছে নেই। গতকালের ঘটনার কোন ভিডিও ফুটেজ খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর (ডিএসএ) থেকে আমাদের দেওয়া হয়নি। ডিএসএ থেকে অভিযুক্ত আলমগীরের যে ছবি দেওয়া হয়েছে তা আমার থানার মীমাংসিত ঘটনার।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট