রিপোর্ট ফরহাদ উদ্দীন মিজবাহ কক্সবাজার
১৫/০৩/২০২৫ রাত অনুমানিক ০৮ ঘটিকার সময়,কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৮ নং ওয়াড নতুন ঘোনা ব্রিজ স্টেশনে হামলার ঘটনা ঘটে, হামলাকারীরা হল
সন্ত্রাসী, শওকত পিতা মৃত্যু হাবিবুর রহমান আক্তার হোছাইন পিতা জাকের হোছন।
নতুন ঘোনা, রাজাখালী সহ আরো ১০/১২ জন নিয়ে এসে, (মোজাম্মেল হক)পিতা আনোয়ার হোসেন
ঠিকানা নতুন ঘোনা, রাজাখালী পেকুয়া কক্সবাজার এর উপর অতর্কিত হামলা করে আহত করে,খবর শুনে মোজাম্মেল হকের মা ঘটনাস্থলে আসিলে তাকেও মারতে যায় পরবর্তীতে পার্শ্ববর্তী লোকজন ঘটনাস্থলে আসলেই হামলাকারীরা বিভিন্ন ধরনের হুমকি দমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পরে পার্শ্ববর্তী লোকেরা আহত মোজাম্মেল হককে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে যায় আহত মোজাম্মেল হক গুরুতর আহত অবস্থায় পেকুয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে আহত মোজাম্মেল হকের বড় ভাই জানান সন্ত্রাসীরা আমার ভাই কে পরিকল্পিত ভাবে জানে মারার জন্য হামলা করছে,মোজাম্মেল হকের ভাই বলেন, আমার ভাইয়ের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।