1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মতলব উত্তরে ৫’শ ৩ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার ঈদ পুনর্মিলনী ও আব্দুদ দাইন সরকারের ৬৮ তম জন্মবার্ষিক উদযাপন হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার উস্তাদ জাকির হোসেন এর স্মরণে শ্রুতিঅঙ্গনের এয়োদশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মিলন জামায়াতের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ভোট কেন্দ্র ঈদগাহ থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধার পাবনার ধর্ষণ মামলার আসামি মিলন ঢাকায় গ্রেফতার সাংবাদিকদের সাথে ফাগুয়া উৎসব নিয়ে মতবিনিময় সভা গাজায় বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের মানববন্ধন ও প্রতিবাদ, কালিহতী বীরবাসিন্দা ইউনিয়নে বিএনপি নেতা সোহেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বিরামপুর সীমান্তে ১৬ লক্ষ টাকার মাদকদ্রব্য আটক করল বিজিবি

মোঃ মাকিদ হায়দার। বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ মাকিদ হায়দার। বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১৬ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন ও ফেন্সিডিলসহ নূর আলম শাহীন (৩৫) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বিরামপুর উপজেলার সীমান্তবর্তী চৌঠা গ্রামের একটি লিচু বাগান থেকে মাদকদ্রব্যসহ ঐ মাদকব্যবসায়ীকে আটক করেছে বলে বিজিবি ২৯ ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত মাদকব্যবসায়ী উপজেলার বিনাইল ইউনিয়নের বাকুন্ডা গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার চৌঠা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকের একটি বড় চালান পার হচ্ছে এমন গোপন সংবাদ পায় বিজিবি।পরে, সকাল সাড়ে ৯টার দিকে বিজিবির চৌঠা বিওপি ক্যাম্পের কমান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়।অভিযানে ১০ হাজার ৮৭০ পিস নেশাজাতীয় ইনজেকশন, পাঁচ বোতল ফেন্সিডিল এবং এক কেজি জিরা জব্দ করা হয়েছে।সীমান্ত পিলার ২৯৬/২ এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গ্রামের একটি লিচুর বাগানের ভেতর দিয়ে মাথায় করে বস্তাভর্তি মাদকদ্রব্য নিয়ে পালানোর সময় নূর আলম শাহীনকে আটক করে বিজিবি। পরবর্তীতে বস্তা তল্লাশি করে সেখান থেকে ভারতীয় ১০ হাজার ৮৭০ পিস নেশাজাতীয় ইনজেকশন, পাঁচ বোতল ফেন্সিডিল এবং এক কেজি জিরা জব্দ করে বিজিবি। জব্দকৃত মাদকদ্রব্য ও জিরার আনুমানিক মূল্য ১৬ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজিবি ২৯ ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, শনিবার সকালে চৌঠা সীমান্তে মাদকসহ আটক আসামির বিরুদ্ধে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিকে জব্দকৃত মালামালসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট