মাহফুজুর রহমান সাইমন
বাংলাদেশের জনপ্রিয় জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে শেরপুরে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় শেরপুর মডেল গার্লস ডিগ্রী কলেজে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রতিদিনের শেরপুর জেলা প্রতিনিধি মো: মাসুদ হাসান বাদল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা ।
অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন,
বাংলাদেশ প্রতিদিন বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশন করে। বিশেষ করে জুলাই-আগস্টের বিপ্লবের সময় এই পত্রিকার ভূমিকা ভাল ছিল। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ প্রতিদিন পাঠক প্রিয়তায় শীর্ষ অবস্থান করছে।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি আব্দুর রফিক মজিদ, সিনিয়র সভাপতি মুগনিউর রহমান মনি, সিনিয়র সাংবাদিক শাহরিয়ার মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ প্রেসক্লাবের অন্যানো নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।