মুহাম্মদ নেজাম উদ্দিন ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি:-
আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী মির্জাপুর খানকা শরীফের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ১৬নং শাহ আমানত লেইন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে সদারত করেন আওলাদে রাসুল (সা.) ও শাহেন শাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর স্নেহধন্য, মী-রে মেহ্ফিলে সামা হযরত মাওলানা ছৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভাণ্ডারী (র.) এর একমাত্র ছেলে ছৈয়দ শাহাদাৎ হুছাইন। এতে আরো বক্তব্য রাখেন সৈয়দ ওমর ফারুখ, আবুল বশর সওদাগর, মো. জাহেদুল ইসলাম জাবেদ, ইলিয়াছ বাহার টিটু, মাওলানা মোহাম্মদ আজম, আবুল আউয়াল রাসেল, শ্রী সুমন দাশ, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, আবুল কাশেম কাউয়াল প্রমূখ। পরিশেষে আসন্ন সৈয়দ মছিহ্ উল্লাহ (ক.) মির্জাপুরী ১০৯তম বার্ষিক ওরশ শরীফে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয় এবং বাংলাদেশে রহমত বর্ষনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।