মুহাম্মদ নেজাম উদ্দিন ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি:-
প্রখ্যাত মাতৃতীর্থ শ্রীশ্রী চন্ডীতীর্থ মেধস আশ্রমের দুর্গা দেবীর পূজা প্রবর্তন হয়েছিলো। প্রবাদ আছে এখান থেকেই সমগ্র পৃথিবীতে শক্তিপূজার শুরু হয়েছে। শক্তি সাধনার সূতিকাগার মেধস আশ্রমের অবকাঠামোগত উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত। এই পাদপীঠকে জাতীয় তীর্থ ঘোষণা এখন সময়ের দাবী। আসন্ন বাসন্তী দুর্গাপূজার প্রতিদিনের প্রতিটি পর্বে সকল ভক্তের সাদর আমন্ত্রণ জানিয়েছেন আজকের পরিচিতি সভার আশীর্বাদক আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজ। দোল পূর্ণিমার পুর্ণ্যময় সকালে নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন আশ্রমের সভাপতি বরেণ্য ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। স্বগত ভাষন দেন সম্পাদক শ্রী অমিত মজুমদার। আশ্রম উন্নয়ন ও আসন্ন বাসন্তীদুর্গাপূজার সামগ্রিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন সহ-সভাপতি দীলিপ কুমার শীল, ডা. নারায়ন চন্দ্র মজুমদার, কার্যকরী সম্পাদক অরুন চৌধুরী, যুগ্ম সম্পাদক সনজয় চক্রবর্তী মানিক, ডা. অপূর্ব ধর, ধর্ম বিষয়ক সম্পাদক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, আইন সম্পাদক এড. দীলিপ কুমার বৈদ্য, এড. সুমন শীল, এড. নীলা দে, অধ্যাপক ডা. রূপশ্রী বিশ্বাস, প্রকৌশলী লিটন বিশ্বাস, অজয় সেন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক নিপুল দে, সমীর দাশ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক ডা. তপন দাশ, সবুজ চক্রবর্তী, ডা. বিধান মিত্র, শিল্পী কাজল দত্ত, লাবনী ঘোষ, শুক্লা আচার্য, এস আই সুমন দাশ, বরুন হাজারী, এড. সুমন দাশ প্রমূখ।