স্টাফ রিপোর্টার মোঃ রুবেল হোসাইন
পটুয়াখালী বাউফল সদর ইউনিয়ন গোসিংগা গ্রাম ২ নং ওয়ার্ড মোঃ নেছার উদ্দিন
পিতা মোঃ সবুজ গাজী বাড়ি বাসায় থাকা পুকুরের পানিতে পরে দুই বছরের শিশু মৃত্যুর
ইফতারের পরে বাড়িতে থাকা বাচ্চারা খেলাধুলা করতে ছিলো ও প্রতিদিনের মতন নেছার উদ্দিন ওদের সাথে ছিলো খেলাধুলা ।
কিছুক্ষণ পরে নেছার উদ্দিনকে না পাওয়া মা চাচা বাড়িতে থাকা সবাই মিলে খোঁজাখুঁজি করে বাড়ির আশেপাশে ।
বাড়িতে থাকা এক চাচা বলে ওতো খেলাধুলা করতেছিল বাড়ির সব ছেলেদের সাথে হঠাৎ করে তো দেখলাম ওদের পিছে যেতে নেছার উদ্দিন তো রাস্তা দিয়ে ওদিকে গেছে ।
তখন রাস্তা পাশে পুকুর থাকা ওখানে পড়ে মৃত্যু হয় । ধারণা করা হচ্ছে পুকুরের পাশে একটি গাছের শিকড় ছিলো ওই শিকড়ে পায় উষ্টা খেয়ে পুকুরে পড়ে যেতে পারে ।
উদ্ধার করে বাউফল উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে ।