নিজস্ব প্রতিবেদক
জাল মুদ্রা, মুদ্রা তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। ঢাকা, ১৭ মার্চছবি: সংগৃহীত
রাজধানীর ওয়ারী এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল মুদ্রা, মুদ্রা তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। আজ সোমবার আর কে মিশন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাইদুর রহমান (৩২) ও মো. মেহেদী হাসান (২৫)। এ সময় তাঁদের কাছ থেকে ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার জাল টাকা এবং ৭৭ হাজার ১০০ ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, একটি চক্র আর কে মিশন রোডের একটি ভবনে দেশি-বিদেশি জাল মুদ্রা তৈরি করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।