1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাবনায় এনজিও প্রতিনিধির সাথে শিমুল বিশ্বাস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  নতুন মিডিয়া প্রকাশের আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখার বর্ণি ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ঈদ পূর্ণমিলনী সম্পন্ন সন্ধান দাতাকে ১০০০০০/-এক লক্ষ টাকার অধিক পুরস্কার দেওয়া হবে টাঙ্গাইলের কালিহাতীতে যোগারচরের গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু কমলগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন আটক যে তথ্যর ভিত্তিতে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় ময়মনসিংহ চোরখাই সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন ও আহত ৫ জন গোরস্থান উন্নয়ন কল্পে যুব সমাজের সাথে আলোচনা  গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি আজ থেকে জয়া বাংলা বলবো

কক্সবাজারে এক দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ঝড়ল ২ প্রাণ

মোঃ কামরুল হাসান, কক্সবাজার
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান, কক্সবাজার

কক্সবাজারের রামুতে বাস – সিএনজি মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকাল তিনটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার পানেরছড়া এলাকায় এ দূর্ঘটনায় ঘটে। এতে নিহত মো. রায়হান (২৫) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে।

এ দূর্ঘটনায় বাস ও সিএনজির আরও চারজন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে। রামু ক্রসিং হাইওয়ে থানার একটি দল খবর পেয়ে দূর্ঘটনাস্থলে যান এবং আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

জানা গেছে, নিহত রায়হান উখিয়া উপজেলার কোটবাজার স্টেশনে মোবাইল ফোন বিক্রয় প্রতিষ্ঠানের মালিক।

তিনি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী এ ঘটনায় যুবক মো. রায়হানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন- এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

একই দিন ইফতারের পর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কক্সবাজার শহরের কলাতলির ওশান প্যারাডাইজ হোটেলের সামনের প্রধান সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ইমাম আহমেদ নামে আরেক জন নিহত হয়।

নিহত ইমাম আহমেদ তারকা মানের হোটেল ওশান প্যারাডাইজের নিরাপত্তাকর্মী।

জানা যায় ইফতার শেষে মাগরিবের নামাজে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ইমাম আহমেদ নিহত হয়। প্রত্যক্ষদর্শী বরাত ও সিসি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, রাস্তা পারাপারের জন্য ইয়াম প্রথমে ফুটপাতে কিছুক্ষণ দাঁড়ায়। পরে রাস্তা পারা হতে গেলে কলাতলি থেকে দুটি দ্রুতগামী মোটর সাইকেল ধাক্কা দিলে প্রায় ১০ গজ দূরে গিয়ে পড়ে ইমাম। পরে সেখান থেকে ওশান প্যারাডাইজের অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

হোটেল ওশান প্যারাডাইজের পাবলিক রিলেশনশিপ অফিসার সাঈদ আলমগীর বলেন, ইফতারের পর নামাজের জন্য বের হয় ইয়াম আহমেদ। পরে সড়কে দুর্ঘটনার বিকট শব্দে হোটেলের অন্য কর্মীরা দৌঁড়ে এসে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত্যু ঘোষণা করে।

ইমাম আহমেদের বাড়ি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়। তিনি দীর্ঘদিন ধরে হোটেল ওশান প্যারাডাইজের নিরাপত্তারক্ষী হিসেবে নিয়োজিত আছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট