রুহুল আমিন চৌধুরী সুমন, কুমিল্লা
কুমিল্লা নগরীর কাশিনাথপুরের দিদার মার্কেটে অবস্থিত হাফসা সুইটস অ্যান্ড বেকারিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত।
সোমবার(১৭ মার্চ)দুপুর ২:৩০ থেকে ৩:৪৫ পর্যন্ত চালানো এই অভিযানে প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে গুণগত মান পরীক্ষণপূর্বক সনদ গ্রহণ না করেই বিস্কুট, কেক, মাঠা ইত্যাদি পণ্যে বিএসটিআই লোগো ব্যবহার করে বিক্রয়-বিতরণ করছিল। এটি “বিএসটিআই আইন-২০১৮” লঙ্ঘন বলে প্রমাণিত হয়।
এই অপরাধের জন্য হাফসা সুইটস অ্যান্ড বেকারিকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহীন আক্তার শিফা এবং সহকারী কমিশনার ফাইয়াজ খান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার ইকবাল আহাম্মদ এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এমন পদক্ষেপ গুণগত মান নিশ্চিত করে ভোক্তাদের স্বার্থ সুরক্ষিত করবে বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগ প্রশংসনীয় এবং গুণগত মানহীন পণ্য বিক্রয়-বিতরণ রোধে কার্যকর ভূমিকা রাখছে।