মোঃ আলামিন হোসেন প্রতিনিধি:
গাইবান্ধার অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত হাফেজ জোনায়েত সাপমারা ইউপির কোগারিয়া গ্রামের রিপুর ছেলে। সে চকরহিমাপুর নূরানী মাদ্রাসায় চাকরি করত।
রবিবার (১৬ মার্চ, ২০২৫) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে খলসি বটতলায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে ওসি মোজাফ্ফর হোসেন জানান, পরিবারের সদস্যদের ইচ্ছায় যথা নিয়মে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।