কাজী মোস্তফা রুমি:
পবিত্র রমজান মাস চলমান। রমজান মাস মুসলমানদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদা পূর্ণ একটি মাস। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল পানাহার থেকে বিরত থেকে সূর্যাস্তের সময় ইফতারের মাধ্যমে দিনব্যাপী রোজার সমাপ্তি ঘটে। আর ইফতার হচ্ছে রোজাদারদের অন্যতম ইবাদত।
এরই ধারাবাহিকতায় ১৬ মার্চ’২৫ রোজ রবিবার নাগরপুরের কাঠুরী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অধ্যয়নরত অসহায় এতিম ও দুঃস্থদের সাথে নিয়ে ইফতার করলেন দক্ষিণ নাগরপুরের কৃতি সন্তান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবার থেকে বেড়ে ওঠা রাজপথের লড়াকু সৈনিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে জননেতা মো: আতিকুর রহমান আতিক বলেন- আমি আপনাদের সকলের নিকট দোয়া চাই যাতে আপনাদের পাশে সব সময় থাকতে পারি। পাশাপাশি এই মাদ্রাসা ও এতিমখানার যেকোনো সমস্যায় আমি আমার সাধ্যমত আপনাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
আপনারা সকলেই জানেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। আমাদের সকলের আস্থার প্রতীক প্রিয় নেত্রী যেন উন্নত চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন এজন্য আপনাদের নিকট দোয়া কামনা করছি।
শুভেচ্ছা বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন, যুগ্ম-সম্পাদক ফরহাদ হোসেন ডেভিড, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ আরিফুল ইসলাম নবা, ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহ-কৃষি বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, কৃষক দলের সভাপতি মোঃ হুমায়ুন কবীর, নাগরপুর উপজেলা জাসাসের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, নাগরপুর ইউনিয়ন জাসাসের আহবায়ক বিপ্লব হোসেন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সুমন বাপ্পি প্রমূখ।
এছাড়াও উক্ত ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মাদ্রাসা ও এতিমখানায় অধ্যয়নরত সকল ছাত্র উপস্থিত ছিলেন।