নেত্রকোনা প্রতিনিধিঃ
সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণায় জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা এই স্মারকলিপি দেন।
দুপুরে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা করে শিক্ষকেরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্ঠা বরাবরে স্মারকরিপি দেন।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আজহারুল ইসলাম তাজুল, যুগ্ম আহবায়ক ফজলুর রশিদ খান, কাজী নেছার আহমেদসহ অন্য শিক্ষকেরা কর্মসূচিতে অংশ নেন।
স্মারকলিপি প্রদানের সময় শিক্ষকেরা বলেন,জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণের জন্যে চাকুরিকাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধাদির প্রাপ্যতায় গত ১২ অগাষ্ট ২০২০ অর্থমন্ত্রণালয়ের জারি করা পত্র প্রত্যাহারসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।