1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
পাবনায় এনজিও প্রতিনিধির সাথে শিমুল বিশ্বাস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  নতুন মিডিয়া প্রকাশের আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখার বর্ণি ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ঈদ পূর্ণমিলনী সম্পন্ন সন্ধান দাতাকে ১০০০০০/-এক লক্ষ টাকার অধিক পুরস্কার দেওয়া হবে টাঙ্গাইলের কালিহাতীতে যোগারচরের গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু কমলগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন আটক যে তথ্যর ভিত্তিতে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় ময়মনসিংহ চোরখাই সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন ও আহত ৫ জন গোরস্থান উন্নয়ন কল্পে যুব সমাজের সাথে আলোচনা  গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি আজ থেকে জয়া বাংলা বলবো

পলাশবাড়ীতে ১১ বছর পেরিয়ে গেলেও সাকিব হত্যার বিচার হয়নি জনমনে ক্ষোভ

এস আই হাবিব
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

এস আই হাবিব

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা জামায়াত কর্মী নাজমুস সাকিব হত্যার ১১ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যা মামলা দায়ের করা হয়নি। একাধিক বার মামলা দায়েরের পদক্ষেপ গ্রহণ করা হলেও কোনো এক অদৃশ্য শক্তির কারণে তা আটকে গেছে বার বার। এই নিয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জামায়াত কর্মী এই প্রতিবেদককে জানান, “এই একই রকম ঘটনায় আওয়ামীলীগের কোনো কর্মী মারা গেলে তারা কি জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা না করে হাত গুটিয়ে বসে থাকতো?”

এই ব্যাপারে উপজেলা ছাত্রশিবিরের এক নেতার সাথে কথা হলে তিনি জানান, “রাজনীতি করতে গিয়ে অন্যায় ভাবে আমাদের হত্যা করা হবে অথচ আমরা নিহত হলে আমাদের পরিবার বিচার পাবে না। বিচার পাওয়া না পাওয়া তো পরের কথা এখন পর্যন্ত হত্যাকারীদের বিরুদ্ধে একটা মামলা পর্যন্ত করা হলো না!”

অনেকেরই ধারণা ভোটের রাজনীতিতে রক্তের কোনো মূল্য নেই। ভোটের কথা বিবেচনা করেই এখন পর্যন্ত মামলা করা হয়নি বলে অনেকেই মনে করছেন।

এই ব্যাপারে শহীদ নাজমুস সাকিবের পিতা জাহিদুল ইসলাম বুলু বলেন, “সাকিব আমার পরিবারের বড় সন্তান ছিলো। তাকে ছাড়া আজ ১১ টি বছর অতিক্রম করছি। মামলা করার জন্য আমি একাধিক বার থানায় গিয়েছি কিন্তু মামলা গ্রহণ করা হয়নি।” এখন মামলা দায়েরের পুরো বিষয়টিকে তিনি জামায়াতের দায়িত্বশীলদের উপর ছেড়ে দিয়েছেন বলেও জানান তিনি।

মামলার ব্যাপারে উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেনের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান,”শহীদ নাজমুস সাকিব হত্যা মামলাটি দায়েরের ব্যাপারে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যে কোনো সময় মামলাটি দায়ের করা হবে ইনশাআল্লাহ ।

উল্লেখ্য, ২০১৪ সালের ১১ ই জানুয়ারী নাজমুস সাকিব শাহাদাত বরণ করেন। এর আগের দিন স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে দুর্বার আন্দোলন চলাকালে পলাশবাড়ীতে তিনি গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় রংপুরের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হলে সেখান থেকেই তাকে গ্রেফতার করে র‍্যাব। ২০১৪ সালের ১১ জানুয়ারী সকালে পলাশবাড়ীর বাঁশকাটা নামক জায়গায় গুলিবিদ্ধ অবস্থায় সাকিবের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট