1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
পাবনায় এনজিও প্রতিনিধির সাথে শিমুল বিশ্বাস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  নতুন মিডিয়া প্রকাশের আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখার বর্ণি ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ঈদ পূর্ণমিলনী সম্পন্ন সন্ধান দাতাকে ১০০০০০/-এক লক্ষ টাকার অধিক পুরস্কার দেওয়া হবে টাঙ্গাইলের কালিহাতীতে যোগারচরের গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু কমলগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন আটক যে তথ্যর ভিত্তিতে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় ময়মনসিংহ চোরখাই সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন ও আহত ৫ জন গোরস্থান উন্নয়ন কল্পে যুব সমাজের সাথে আলোচনা  গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি আজ থেকে জয়া বাংলা বলবো

শেখ হাসিনার ছবিযুক্ত ব্যানারে ও এম এসের চাল বিতরণ 

আব্দুল্লাহ আল মামুন, যশোর 
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন, যশোর 

যশোরের মনিরামপুরে ওএমএস চাউল বিতরণে সৈরাচারী শাষক শেখ হাসিনার নাম ও ছবি সম্বলিত ব্যানার ব্যাবহারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।যেখানে লেখা আছে “শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুদা হবে নিরুদ্দেশ”। বিষয়টি ধামাচাপা দিয়ে ঐ ডিলারের কার্যক্রম চালিয়ে যাওয়ার পাইতারা করে চলেছে স্থানীয় একটি মহল।এদিকে শেখ হাসিনার নাম ও ছবি সম্বলিত ব্যানারের ছবিটি রিতীমত তর্কবিতর্ক সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।অভিযুক্ত ওএমএস ডিলার উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা গ্রামের মৃত ইসার্দি মোড়ল ছেলে আমিন উদ্দীন মোড়ল স্থানীয় কয়েকজন বিএনপি নেতা সহ বিভিন্ন গণমাধ্যমেকে ম্যানেজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তথ্যমতে চলতি সপ্তাহের শনিবার উপজেলার পারখাজুরা বাজারে আমিন উদ্দীন ও তার সহযেগীরা শেখ হাসিনার ছবি সহকারে স্লোগান সম্বলিত ব্যানার ব্যবহার করে ওএমএসের চাউল বিতরণ করছিলো।স্থানীয় কয়েকজন যুবক তাৎক্ষণিক প্রতিবাদ জানালে বন্ধ হয় চাউল বিতরণের কার্যক্রম। হযরত আলী নামের একটি ভ্যারিফায়েড ফেইসবুক আইডি থেকে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ ছবিসহ একটি পোস্ট শেয়ার করে।হাসান আলী,মোহাম্মদ আলী ও জিয়ার নাম উল্লেখিত করা ঐ পোস্টের ভিত্তিতে অনুসন্ধানে গেলে জানা যায় একটি মহল নাম গুলোর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবী এ সমস্ত নেতাদের।তবে অভিযুক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক জানান,ওই দিন আমরা সাবেক প্রতিমন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত ও বিএনপির নবাগত মহাসচিব নার্গিস বেগমের ফুলেল শুভেচ্ছা জানাতে জেলা শহর যশোরে অবস্থান করছিলাম।তিনি আরো জানান,পটপরিবর্তনের পর এ সমস্ত কার্যক্রম ঘৃর্নীত আমি এর তীব্র নিন্দা জানাই।

শেখ হাসিনার ছবিযুক্ত ব্যানার টানানোর বিষয়টি প্রথমে স্বীকার করলেও পরবর্তীতে মোবাইল ফোন বন্ধ করে রাখেন নিজেকে জামায়াত ইসলামের রাজনৈনিত ব্যাক্তি দাবি করা অভিযুক্ত ডিলার আমিন উদ্দীন মোড়ল।অথচ স্থানীয় একাধিক ব্যাক্তি সাংবাদিকদের জানান বিগত দিনে তিনি আ”লীগের দলীয় ক্ষমতাবলে পেয়েছিলেন ওএমএস চাউলের ঐ ডিলারের দায়িত্ব।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক পরবর্তীতে মুঠোফোনে জানান,সাংবাদিকরা চলে আসার পর আমিন উদ্দীন মোড়লের পক্ষ নিয়ে স্থানীয় এক বিএনপি নেতা দায়িত্ব নিয়ে বলেছেন- যে আসে আসুক,কোন সমস্যা নাই।গণমাধ্যমে মণিরামপুরে তাদের বাইরে কেউ যেয়ে এ বিষয়ে মুখ খুলবেনা বলেও জানিয়ে দেন ওই বিএনপি নেতা বলে জানান নির্ভরযোগ্য ওই তথ্য প্রদানকারী সূত্র।

অথচ তথ্য আছে,ঘটনাবহুল ৫ই আগস্টে দেশের পটপরিবর্তন হলে মশ্বিমনগর পারখাজুরা বাজারস্থ স্থানীয় সাধারন মহল ও রাজনৈতিক নেতাকর্মীরা আ”লীগের দোষরহিসাবে আখ্যায়িত করে আমিন উদ্দীনের ওএমএস এর ডিলারশীপ বাডিলের দাবি তুলে সড়গোল শুরু করলে স্থানীয় কয়েকজন সমঝোতার দায়িত্ব নিয়ে কার্যক্রম চলমান রেখেছিলো।

এ বিষয়ে উপজেলা ফুড নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ শাহা বলেছেন,নির্দেশনা থাকার পরও কিভাবে শেখ হাসিনার নাম ও ছবি সম্বলিত ব্যানারটি ব্যাবহার করেছেন এটা আমার জানার বাইরে।চাউলের বস্তার উপর স্লোগান সম্বলিত ছবি অস্পষ্ট করা ও ব্যানার ব্যবহারে সরাসরি নিষেধের কথা ছিলো।এমনকি খাদ্যগুদাম থেকে ডেলিভারি দেওয়ার পূর্বে চাউলের বস্তার গায়ে স্লোগান সম্বলিত নাম লেখনীটি অস্পস্ঠকারে পরিবেশন করা হচ্ছে।এটা অবশ্যই বড় ধরনের অপরাধের সমতূল্য।

ইচ্ছা/অনিইচ্ছার এই বিতর্কিত কার্যক্রমের সমস্ত বিষয়াদি তুলে ধরলে সম্পৃক্ত ওএমএস ডিলারের বিরুদ্ধে সংশ্লিস্ট দপ্তরের রেজুলেশন মোতাবেক ব্যাবস্থা গ্রহন করবেন বলে জানান মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।

এদিকে বিষয়টি সামাজিক মাধ্যমে উপজেলাব্যাপী ছড়িয়ে পড়লে ঐ ওএমএস ডিলার আমিন উদ্দীনের ডিলারশীপ বাতিল চেয়ে মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় ব্যাবসায়ী ও ভুক্তভোগী সাধারণ জনগন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট