বশিরুজ্জামান, ঈদগাঁওঃ
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে হাবিবুল হুদা চৌধুরী প্রকাশ ভিসিআর কালু (৬৫) হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ঈদগাঁও থানা পুলিশ।
গত ১৭ই মার্চ (সোমবার) ইসলামাবাদে ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে হাবিবুল হুদা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জিহাত মুন্না কাউসার (২১), পিতা- মৃত নুরুল আজিমকে গ্রেফতার করতে সক্ষম হয়।
জিআর মামলা নং- ০৮(০৩)/২০২৫ইং এর অনুকূলে মুন্নাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মঙ্গলবার(১৮ই মার্চ) এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানান ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মছিউর রহমান।
উল্লেখ্য যে, গত ১৪ই মার্চ রাতে ইসলামাবাদ ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় নিজ বাড়ীতে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন হাবিবুল হুদা চৌধুরী প্রকাশ ভিসিআর কালু। হত্যা ঘটনায় পরদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের নেতৃত্বে ঈদগাঁওতে বিক্ষোভ মিছিলও অনুষ্টিত হয়েছিলো।