1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদ পুনর্মিলনী ও আব্দুদ দাইন সরকারের ৬৮ তম জন্মবার্ষিক উদযাপন হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার উস্তাদ জাকির হোসেন এর স্মরণে শ্রুতিঅঙ্গনের এয়োদশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মিলন জামায়াতের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ভোট কেন্দ্র ঈদগাহ থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধার পাবনার ধর্ষণ মামলার আসামি মিলন ঢাকায় গ্রেফতার সাংবাদিকদের সাথে ফাগুয়া উৎসব নিয়ে মতবিনিময় সভা গাজায় বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের মানববন্ধন ও প্রতিবাদ, কালিহতী বীরবাসিন্দা ইউনিয়নে বিএনপি নেতা সোহেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন মা গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে পাহাড়ি জনগোষ্ঠীর

রূপগঞ্জ অংশের যানজট এখন গলার কাঁটা।

বিশেষ প্রতিনিধিঃ আরিফুর রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ আরিফুর রহমান

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশের যানজট এখন নিয়মিত ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কাঁচপুর থেকে গাউছিয়া পর্যন্ত ১২ কিলোমিটার সড়কপথ এখন যাত্রীদের কাছে দুঃসহ যন্ত্রণার নাম। ৫-১০ মিনিটের রাস্তায় অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা।

কখনো আবার যানবাহনের দীর্ঘ লাইন কাঁচপুর থেকে ভুলতা-গাউছিয়া পর্যন্ত ১০-১২ কিলোমিটার বিস্তৃত হয়ে যায়। এতে করে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন অ্যাম্বুলেন্সে থাকা রোগীরা।

স্থানীয়রা বলছেন, ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনা, অবৈধ সিএনজি স্ট্যান্ড, ব্যাটারিচালিত রিকশাস্ট্যান্ড, যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা, সিগন্যালগুলোতে চতুর্মুখী গাড়ির চাপ, শিল্পকারখানার শ্রমিকদের চলাচলের চাপ- যানজটের প্রধান কারণ।

যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, সড়ক সংস্কারের কাজ ধীরগতির কারণে সমস্যার সমাধান হচ্ছে না। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের উপস্থিতি বাড়ানোর দাবি তুলেছেন অনেকে।

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে অংশের ১২ কিলোমিটারের বরপা, গাউছিয়া, রূপসী, বিশ্ব রোডের ৪টি স্পট থেকে প্রতিনিয়তই থেমে থেমে যানজট সৃষ্ট হয়। রূপসী-কাঞ্চন সড়কের রূপসী বাসস্ট্যান্ড দিয়ে সিটি গ্রুপের মালবাহী ট্রাক ওঠানামা করার কারণে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলো আটকে থাকে। সৃষ্টি হয় সীমাহীন ভোগান্তি।

কখনো কখনো মহাসড়কের যানজটের প্রভাবে এলাকার ভেতরে অলিগলিতে দেখা দেয় যানজট। ফলে হেঁটে যেতে হয় গন্তব্যস্থলে। মহাসড়ক প্রশস্ত করার কাজ চলমান থাকায় যানজটের পাশাপাশি সৃষ্টি হয় ধুলাবালির প্রচণ্ড ঘূর্ণি।

মহাসড়কের তারাবো বিশ্বরোড এলাকায় কথা হয় বাস যাত্রী আউয়াল হোসেনের সঙ্গে। তিনি বলেন, শিমরাইল মোড় যাওয়ার জন্য ৩০ মিনিট আগে বরপা থেকে বাসে উঠেছি। কিন্তু যানজটে পরে এখনো তারাব বিশ্বরোড পার হতে পারিনি। যানজটবিহীন সড়কে এ পথ পারি দিতে সর্বোচ্চ ৬-৭ মিনিট লাগত।

ঢাকা-সিলেট সড়কে চলাচলকারী যাতায়াত পরিবহনের বাসের যাত্রী মকবুল হোসেন বলেন, ঢাকা থেকে কিশোরগঞ্জ যেতে আমার তিন ঘণ্টা সময় লাগার কথা। তবে বরপা আসতেই লেগেছে দুই ঘণ্টা।

মেঘলা পরিবহনের বাসচালক ফরহাদ হোসেন বলেন, এই সড়কে যানজটের কারণে বেশি ট্রিপ দিতে পারি না। এতে আমাদের আয় কমে যাচ্ছে এবং যাত্রীরাও ক্ষুব্ধ। মহাসড়কের বরপা, রূপসী ও বরাব ও হারভেস্ট এলাকায় থেমে থেমে যানজট প্রতিদিনের বিষয়। ঈদে যানবাহনের চাপ বাড়ায় এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এভাবে যানজট লেগে থাকলে ঈদে বাড়তি আয় তো দূরের কথা সংসারের খরচ জোগানোই কঠিন হবে।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আশরাফ বলেন, সড়ক সংস্কার কাজ এবং রাস্তা দখল করে বাজার বসা ও যানবাহনের চাপে যানজট দেখা দেয়। ট্রাক-লরি পার্কিংয়ের বিশৃঙ্খল অবস্থান ও সর্বোপরি আইন ভঙ্গ করে একাধিক লাইন করার কারণেও তৈরি হচ্ছে যানজট।

তিনি জানান, ঈদকে সামনে রেখে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পে অতিরিক্ত পুলিশ সদস্য বাড়ানো হয়েছে। এক যোগে আমাদের ‘পিকেট ডিউটি টিম’ ও ‘হোনডা মোবাইল টিম’ কাজ করছে। যানজট তৈরি হওয়া স্পটগুলোর নিয়ন্ত্রণে তৎপর রয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট